Indian Railways: রাজ্যের বহু ট্রেনের সূচিতে বড় পরিবর্তন! বাতিল দুটি ট্রেন, রুট বদল আরও ৫ ট্রেনের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Train news: রাজ্য দিয়ে চলাচল করা বহু ট্রেনের সূচিতে পরিবর্তন করল রেল। বারহাওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-মালদহ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার, কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেস আটকে রয়েছে বলে রেল সূত্রে খবর। ট্রেনগুলি দাঁড়িয়ে থাকায় হয়রানির শিকার হচ্ছেন বহুযাত্রী।
কলকাতা: রাজ্য দিয়ে চলাচল করা বহু ট্রেনের সূচিতে পরিবর্তন করল রেল। বারহাওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-মালদা প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার, কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেস আটকে রয়েছে বলে রেল সূত্রে খবর। ট্রেনগুলি দাঁড়িয়ে থাকায় হয়রানির শিকার হচ্ছেন বহুযাত্রী।
এখনও পর্যন্ত ২টি ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার এবং কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। সাহিবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ভারওয়ারওয়া এবং বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জারের যাত্রাপথ বল্লালপুর সংক্ষিপ্ত করা হয়েছে।
advertisement
advertisement
অনভিপ্রেত পরিস্থিতিতে ৫টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে রয়েছে হাওড়া-মালদহ ইন্টারসিটি, কলকাতা-শিলচর স্পেশাল, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, কামাখ্যা-পুরী এক্সপ্রেস এবং বালুরঘাট-নবদ্বীপ ধাম এক্সপ্রেস। বাতিল ট্রেনের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে ভারতীয় রেল। পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারতীয় রেল, প্রয়োজনে আরও একাধিক ট্রেনের সূচির পরিবর্তন হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 9:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: রাজ্যের বহু ট্রেনের সূচিতে বড় পরিবর্তন! বাতিল দুটি ট্রেন, রুট বদল আরও ৫ ট্রেনের