মোদির সঙ্গে সাক্ষাতে অজানা কাহিনি জানালেন কোচ অমল মজুমদার, মন ছুঁয়ে গেল সকলের

Last Updated:

Indian Women Cricket Team: ভারতের প্রধান কোচ অমোল মুজুমদার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলাপচারিতায় একটি অনুপ্রেরণামূলক ঘটনার কথা শেয়ার করেন।

News18
News18
ভারতের মহিলা ক্রিকেট দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ইত্হাস তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৫২ রানের জিতে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন দল বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায় লিখেছে। এই ঐতিহাসিক জয়ের পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে নিজের সরকারি বাসভবনে মহিলা দল ও কোচিং স্টাফদের আমন্ত্রণ জানান এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।
ভারতের প্রধান কোচ অমোল মুজুমদার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলাপচারিতায় একটি অনুপ্রেরণামূলক ঘটনার কথা শেয়ার করেন। তিনি জানান, এ বছরের জুনে ইংল্যান্ড সফরের সময় ভারতীয় পুরুষ ও মহিলা দল কিং চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছিল। কিন্তু প্রটোকল অনুযায়ী মাত্র ২০ জন উপস্থিত থাকতে পারায় সাপোর্ট স্টাফদের দেখা করার সুযোগ হয়নি। তখন তারা মুজুমদারকে বলেছিলেন, “আমরা কিং চার্লসের সঙ্গে নয়, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি তুলতে চাই—বিশ্বকাপ জয়ের পর।” মুজুমদার বলেন, “আজ তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে।”
advertisement
প্রধানমন্ত্রী মোদি দলটির মানসিক দৃঢ়তার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বিশ্বকাপ চলাকালীন একসময় পরপর পরাজয়ের কারণে খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু তারা দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যে উদাহরণ সৃষ্টি করেছে, তা গোটা দেশকে অনুপ্রাণিত করবে।
advertisement
advertisement
অধিনায়ক হরমনপ্রীত কউর বলেন, “আগেরবার আমরা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে এসেছিলাম কোনো ট্রফি ছাড়াই, এবার আমরা ট্রফি নিয়ে এসেছি। আশা করি ভবিষ্যতেও আরও সাফল্য অর্জন করে এমন সাক্ষাৎ আরও ঘন ঘন হবে।” সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা জানান, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক কথা দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মোদির সঙ্গে সাক্ষাতে অজানা কাহিনি জানালেন কোচ অমল মজুমদার, মন ছুঁয়ে গেল সকলের
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement