হার্দিক-রাহুলের বিতর্কের মাঝেই হঠাৎ প্রকাশ্যে দ্রাবিড়ের ভিডিও, মুহূর্তে ভাইরাল...
Last Updated:
#মুম্বই: কফি উইথ করণে হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুলের বক্তব্য নিয়ে ঝড়ের মাঝেই সামনে এল রাহুল দ্রাবিড়ের একটি পুরনো ভিডিও ৷ ভারতের সর্বকালীন সেরার মধ্যে অন্যতম ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের এই ভিডিওটি সঙ্গে তুলনা টানা হচ্ছে হার্দিকের ও রাহুলের বক্তব্যের ৷ নিজেকে সংযত রাখার যে মন্ত্র তিনি শিখিয়েছিলেন, সেটাই উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে ৷
দ্রাবিড়ের এক পুরনো ভিডিও এখন ভাইরাল যাতে দেখা যাচ্ছে সাক্ষাৎকারের পর এক মহিলা সাংবাদিক দ্রাবিড়েকে নানাভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করছেন ৷ কোন রকম পাত্তা না দিয়ে রাহুল দ্রাবিড় তাতে উল্টে উত্যক্ত হচ্ছেন ৷ এবং ওই মহিলাকে থামানোর চেষ্টা করছেন তিনি ৷ দেশের প্রতিনিধিত্ব করা এক খেলোয়াড় কীভাবে হাজার প্রলোভনের মাঝে নিজেকে সংযত রাখেন, সেটা দেখিয়েছিলেন রাহুল ৷ যদিও এটি একটি প্র্যাঙ্ক ভিডিও ছিল, পরে জানা যায় ৷ কিছুটা মজা করার জন্যই এমনভাবে শ্যুটিং করেছিলেন ওই সাংবাদিক ৷ তবে সেই তথ্য রাহুল দ্রাবিড়ের কাছে ছিল না ৷ তিনি স্বাভাবিকভাবেই মহিলার এমন আচরণে বিরক্তি প্রকাশ করেছিলেন ৷
advertisement
advertisement
কীভাবে মূল্যবোধ পাল্টে গিয়েছে তরুণ খেলোয়াড়দের সেটি যেন আরও বেশি করে সামনে আসছে দ্রাবিড়ের এই ভিডিটি প্রকাশের পর ৷ আপনিও দেখুন এই ভিডিও-
Well Hardik Pandya incident reminded me of a young Rahul Dravid who was bullied in MTV Bakra and how well he responded to it. You always can set the right example if you have it in you. Must watch! pic.twitter.com/5X4Py9LvR9
— ChandramukhiStark (@FlawedSenorita) January 9, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2019 9:56 AM IST