বিসিসিআই-তে সৌরভ, জয় শাহদের ভবিষ্যৎ কী! শুনানি পিছিয়ে গেল আবার

Last Updated:

BCCI HEARING IN SUPREME COURT: বিসিসিআই-এর সংবিধান কি সংস্কার হবে! সোমবার জানা যেতে পারে।

নয়াদিল্লি: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহর মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ১২ সেপ্টেম্বর এই আবেদনের শুনানি করবে।
বিসিসিআই আদালতে একটি পিটিশন দাখিল করেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের প্রশাসক হিসেবে মেয়াদ বাড়াতে সংবিধানের সংস্কার প্রয়োজন। আর তাই শীর্ষ আদালতে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট সংস্থা। প্রশাসকদের তিন বছরের কুলিং-অফ পিরিয়ডের বিধান বাতিল করা উচিত বলে মনে করে বিসিসিআই। সেই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছিল ক্রিকেট সংস্থা।
আরও পড়ুন- পাকিস্তানিদের বেধড়ক মারল আফগানরা, ভাঙা চেয়ার দিয়ে চলল মারধর
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি করবে সোমবার। বিচারপতি বলেছিলেন, এই মামলাটি ২০১৮ সালে তৎকালীন বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দ্বারা শুনানি হয়েছিল। বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এখন অবসর নিয়েছেন। তাই এখন বিষয়টি আবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং অন্য দুই বিচারপতির বেঞ্চে শুনানি হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- ম্য়াচ জেতার সব আনন্দ মাটি! ২ জন পাকিস্তানির মর্মান্তিক মৃত্য়ু
গত ২১ জুলাই এই মামলায় বিচারপতিদের সহযোগিতা করার জন্য আইনজীবী মনিন্দর সিংহকে নিয়োগ করে সুপ্রিম কোর্ট। বিসিসিআইয়ের সংবিধান সংশোধন, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহদের বিসিসিআই-তে ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে এই শুনানির পর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিসিসিআই-তে সৌরভ, জয় শাহদের ভবিষ্যৎ কী! শুনানি পিছিয়ে গেল আবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement