Ronaldo: রোনাল্ডো ডাহা ফেল সৌদি আরবে, ১০ নম্বর দলের সঙ্গে ড্র করে লিগ হাতছাড়া
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
আল নাসর – ১
আল ইত্তেফাক -১
রিয়াদ: অনেক আশা করে সৌদি আরবে খেলতে এসেছিলেন রোনাল্ডো। পর্তুগিজ সুপারস্টার কয়েকটা গোল করেছেন বটে, কিন্তু দলকে চ্যাম্পিয়ন করতে পারেনি। রোনাল্ডোর কাছে যেটা বেমানান। শেষ ম্যাচ পর্যন্ত আর লড়াই চালানো গেল না। সৌদি প্রিমিয়ার লিগে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যে যোগ দিয়ে আল নাসর ক্লাবকে শিরোপা জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। বরং, ২৯তম ম্যাচে এসে পয়েন্ট টেবিলের ১০ নম্বর দলের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপার আশা শেষ করে দিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর।
advertisement
advertisement
আল ইত্তিফাকের সঙ্গে ড্র করার ফলে ২৯ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৪। সমান সংখ্যক ম্যাচে শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৯। লিগের শেষ ম্যাচ জিতলেও আর লাভ হবে না। আল ইত্তিহাদই চ্যাম্পিয়ন হল এবারের সৌদি প্রিমিয়ার লিগে। এমনিতেই তিন পয়েন্ট এগিয়েছিল আল ইত্তিহাদ।
Al Nassr were in first place when they announced the signing of Cristiano Ronaldo on December 30th.
They just finished the season in 2nd place, losing the title to Al Ittihad with one matchweek remaining. pic.twitter.com/qi1TFbztW8
— ESPN FC (@ESPNFC) May 28, 2023
advertisement
শনিবার রাতে খেলতে নেমে আল ফায়েহ-এর বিপক্ষে ০-৩ গোলে জয় পেয়েছে তারা। অন্যদিকে আল নাসর ড্র করার ফলে ৫ পয়েন্টের ব্যবধান তৈরি হয়ে গেল দুই দলের মধ্যে। শিরোপা লড়াই শেষ ম্যাচ পর্যন্ত টেনে নিতে আল নাসরের জয়ছাড়া কোনো বিকল্প ছিল না। সে জায়গায় তারা ড্র করে বসে আছে। ম্যাচের ৪৩তম মিনিটে ইউসুফ নিয়াকাতের গোলে এগিয়ে যায় আল ইত্তিফাক।
advertisement
পিছিয়ে পড়ার পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে রোনালদোর ক্লাব। ৫৬তম মিনিটে লুইজ গুস্তাভোর গোলে সমতায় ফেরে তারা। কিন্তু এরপর আর কোনো গোলের দেখা পায়নি তারা। গত জানুয়ারিতে মৌসুমের মাঝপথে ম্যানইউ থেকে আল নাসরে এসে যোগ দেন রোনালদো। এরপর ১৬ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৪টি। কিন্তু প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারেননি, গোলও পাননি।
advertisement
যার ফলে শিরোপাও হারাতে হয়েছে তাকে। এমনিতে সৌদি আরবে রোনাল্ডোর স্মৃতি খুব একটা সুখের বলা যাবে না। দলের বাকি ফুটবলাররা তাকে সম্মান করলেও সমর্থকরা তার খেলায় খুশি নন। বোঝাই যাচ্ছে তার বয়স হয়েছে। বয়সের থেকেও বড় কথা নিজের সেরা সময় পেছনে ফেলে এসেছেন রোনাল্ডো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 8:36 PM IST








