বিশ্বকাপে ওয়েলসকে হারাতেও বেগ পেতে হল ভারতীয় হকি দলকে, এবার সামনে নিউজিল্যান্ড
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Akashdeep Singh scores brace as India beat Wales in hockey world cup. বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে কঠিন লড়াই করে জিতল ভারতীয় হকি দল
ভারত - ৪
ওয়েলস - ২
#ভুবনেশ্বর: প্রথম ম্যাচে স্পেনকে দুই গোলের ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছিল ভারত। ঘরের মাঠে হকি বিশ্বকাপে আজ তিন নম্বর ম্যাচ ছিল ভারতীয় দলের। গ্রুপ শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ শুধু জিতলেই হত না, জিততে হত ৮ গোলের ব্যবধানে। কারণ দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে ৪-০ জয় পেয়েছিল। কিন্তু ভারতের শুরুটা এদিন খুব একটা ভাল হয়নি।
advertisement
advertisement
অধিকাংশ সময় বলের দখল রাখলেও প্রথম ১৫ মিনিটে ভারত গোল করতে পারেনি। অবশ্য দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকেই গোল পেয়ে গেল ভারত। পেনাল্টি কর্নার থেকে লেগে বল বেরিয়ে এলে, শামসের জোরালো শট নেন। বল রকেটের গতিতে আশ্রয় নেয় জালে। এরপর দ্বিতীয় কোয়ার্টারের বাকি সময়টায় আক্রমণ বেশি থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি ভারত।
advertisement
এদিন হার্দিক সিং খেলেননি। তবে তার জায়গায় বাকিরা নিজেদের সেরাটা দিয়েছেন। কিন্তু ভারতের সেই ছন্দ দেখা যাচ্ছিল না। তৃতীয় কোয়ার্টারের ২ মিনিটের মধ্যেই অবশ্য দ্বিতীয় গোল পেয়ে গেল ভারত। মনদিপের পাস থেকে আকাশদীপ গোল করেন। তবে তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার একটু আগে গ্যারেথ ফারলং পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে দেন।
advertisement
Akashdeep Singh is our Player of the match for scoring a brace to help India cruise to a comfortable victory. 🇮🇳 IND 4-2 WAL 🏴#INDvsWAL #HockeyIndia #IndiaKaGame #HWC2023 #HockeyWorldCup2023 #StarsBecomeLegends @CMO_Odisha @sports_odisha @Media_SAI @IndiaSports pic.twitter.com/w4i50dqODf
— Hockey India (@TheHockeyIndia) January 19, 2023
advertisement
ভারত একাধিক পেনাল্টি কর্নার আদায় করলেও গোল করতে পারেনি। যে হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে গোল করার ব্যাপারে বিশ্বের অন্যতম সেরা, তিনি এবার একটু টুর্নামেন্টে অদ্ভুতভাবে মিস করে চলেছেন। এরপর ভারতের চিন্তা আরও বাড়িয়ে দেন জ্যাকব ড্রেক। তিনি আরো একটি গোল করে ২-২ করে দেন।
চতুর্থ অর্থাৎ শেষ কোয়াটারের শুরুতেই আবার একটি গোল করে ভারতকে এগিয়ে দেন আকাশদীপ। ব্যাক হ্যান্ড মেরে গোল করেন তিনি। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে চতুর্থ গোল তুলে নিল ভারত। গোলরক্ষককে তুলে নিয়েছিল ওয়েলস। পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমন। শেষ পর্যন্ত ম্যাচটা জিতল ভারত। আজকেই প্রথম গোল হজম করল ভারতীয় দল। দ্বিতীয় পজিশন থেকে ক্রস ওভারে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ। আগামী রবিবার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 9:37 PM IST