কিংবদন্তী পিকে বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ এআইএফএফের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ভারতের তথা বাংলার কিংবদন্তী ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে রাখতে অনন্য উদ্যোগ নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। পিকে বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ২৩ জুনকে এবার থেকে 'এআইএফএফ গ্রাসরুট ডে' -হিসেবে পালন করার ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন।
দিল্লি: ভারতের তথা বাংলার কিংবদন্তী ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে রাখতে অনন্য উদ্যোগ নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। প্লেয়ারের পাশাপাশি কোচ হিসেবেও খ্যাতির শীর্ষে পৌছেছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়। একেবারে নীচু তলা থেকে প্লেয়ার খুঁজে আনায় তাঁর জুরি মেলা ভার। তাই পিকে বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ২৩ জুনকে এবার থেকে ‘এআইএফএফ গ্রাসরুট ডে’ -হিসেবে পালন করার ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন।
২০২০ সালের ২০ মার্চ প্রয়াত হন কিংবদন্তী পিকে বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ফুটবলে পিকের অবদান, কোচ হিসেবে তাঁর ভোকাল টনিক চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ২৩ জুন পিকে বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এ বার থেকে প্রত্যেক বছর ওই দিন ‘এআইএফএফ গ্রাসরুট ডে’ হিসেবে পালন করবে ফেডারেশন। গ্রাসরুট দিবসটি স্ট্র্যাটেজিক রোডম্যাপ ‘ভিশন ২০৪৭’-এর সঙ্গে সঙ্গতি রেখে পালন করা হবে। ২০২৬ সালের মধ্যে ৩ কোটি ৫০ লক্ষ এবং ২০৪৭ সালের মধ্যে ১০ কোটি পর্যন্ত শিশুদের ফুটবলে সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে বলে শুক্রবার ঘোষণা করেছে ফেডারেশন।
advertisement
এই প্রসঙ্গে এআইএফএফের বর্তমান সভাপতি কল্যাণ চৌবে বলেন, “ভারতীয় ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তী তিনি। প্রদীপদার সম্পর্কে যতই বলব তা কম বলা হবে। একজন মহান ফুটবলার, দুর্দান্ত মেন্টর ও মহান কোচ। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা, প্লেয়ার জীবন থেকে কোচিং কেরিয়ারের সাফল্য ভারতীয় ফুটবলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বার থেকে ওই দিনটি গ্রাসরুট ডে হিসাবে পালিত হবে।”
advertisement
advertisement
Starting this June, #IndianFootball ⚽️ will mark legendary PK Banerjee’s birthday as ‘AIFF Grassroots Day’.
We take inspiration from Pradip da’s energy and enthusiasm and vow to constantly develop the game for our future talents.
Read 👉🏼 https://t.co/bEDB1fWPT1#Vision2047 👁️ pic.twitter.com/08i17ZAzHD
— Indian Football Team (@IndianFootball) May 12, 2023
advertisement
প্রসঙ্গত, ১৯৩৬ সালের ২৩ জুন জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন পিকে বন্দ্যোপাধ্যায়। ছোট থেকেই ফুটবল ছিল তার ধ্যান,মাত্র ১৫ বছর বয়সেই বিহারের সন্তোষ ট্রফি খেলেন পিকে বন্দ্যোপাধ্যায়। ভারতের হয়ে তিনটি এসিয়াড গেনমসে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৬২ সালে এশিয়াডে ভারতের সোনা জয়ের অন্যতম কারিগর ছিলেন পিকে। ১৯৫৬ সালে প্রথম বার মেলবোর্নে অলিম্পিক খেলেন। ১৯৬০ সালের রোম অলিম্পিকে তিনিই ছিলেন ভারতীয় টিমের ক্যাপ্টেন।
advertisement
কলকাতা ফুটবলে দাপিয়ে খেললেও কখনও মোহনবাগান, ইস্টবেঙ্গল কিংবা মহামেডানে খেলেননি প্রবাদপ্রতীম ফুটবলার। ১৯৫৪ সালে এক মরশুম এরিয়ানে খেলার পর ১৯৫৫ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পিকের ক্লাব বলতে গোটা ময়দান জানত ইস্টার্ন রেলকে। ১৯৫৮ সালে তাঁর নেতৃত্বেই কলকাতা প্রিমিয়ার লিগ জিতেছিল ইস্টার্নে রেল। দেশের জার্সি গায়ে ৪৫টি ম্যাচে ১৪টি গোল করেছেন পিকে বন্দ্যোপাধ্যায়। অর্জুন, পদ্মশ্রী ও ফিফার সম্মানেও সম্মানিত হয়ছেন পিকে বন্দ্যোপাধ্যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 11:35 AM IST