North 24 Parganas News: রাজ্য প্যারা গেমসে সোনা জয়, দেশ জয়ের স্বপ্ন নিয়ে এগোচ্ছে সুন্দরবনের আহম্মাদ
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: চেন্নাইয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। বাংলার নাম দেশের মঞ্চে উজ্জ্বল করার লক্ষ্যে এগিয়ে চলেছেন সুন্দরবনের এই লড়াকু সন্তান।
উত্তর ২৪ পরগণা: রাজ্য প্যারা গেমসে সোনা জয়, বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এগোচ্ছে সুন্দরবনের আহম্মাদ। হুইলচেয়ার ফেন্সিংয়ে নতুন দিগন্তের পথ দেখাচ্ছেন সুন্দরবনের আহম্মাদ গাজী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁর চৈতল চরপাড়ার বছর পঁচিশের এই যুবক সম্প্রতি কলকাতার সল্টলেকে আয়োজিত রাজ্য প্যারা ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপোর পদক জয় করেছেন। এখন তার একমাত্র লক্ষ্য চেন্নাইয়ে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে বাংলার নাম উজ্জ্বল করা।
অতি সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান আহম্মাদ। সংসারে বৃদ্ধ বাবা-মা, দাদা-বোনের ভরণপোষণের দায়িত্ব তার কাঁধে। বিশেষভাবে সক্ষম হয়েও কোনও দিন হেরে না গিয়ে ইটভাটায় কাজ করা, মাছ ধরা কিংবা ছোটখাটো কাজ করে কোনওক্রমে সংসার চালিয়ে যাচ্ছেন। ২০১৫ সালে এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় পা হারান আহম্মাদ। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ভ্যান চালানো, সাইকেল চালানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে থাকেন তিনি। মন থেকে ভাঙেননি কখনও।
advertisement
advertisement
সাঁতার শেখা, শরীরকে ফিট রাখা এবং ফেন্সিংয়ের মতো কঠিন খেলায় দক্ষ হয়ে ওঠার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন। উল্লেখ্য, এর আগে আহম্মাদ গাজীর নেতৃত্বে কেরালায় আয়োজিত ১২তম ন্যাশনাল ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ও ২০০ মিটার প্যারা ড্রাগন বোট রেসে বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল। চেন্নাইয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। বাংলার নাম দেশের মঞ্চে উজ্জ্বল করার লক্ষ্যে এগিয়ে চলেছেন সুন্দরবনের এই লড়াকু সন্তান।
advertisement
জুলফিকার মোল্যা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 8:16 PM IST