সেই চেনা ছন্দে সচিন, চোখ ধাঁধানো লেগ গ্লান্স, স্ট্রেট ড্রাইভে সাড়ে ৫ বছর পরে ফের ক্রিকেট মাঠে লিটল মাস্টার

Last Updated:

মানবিক কারণে আধ দশক পরে ফের ব্যাট হাতে সচিন

#মেলবোর্ন: তিনিই সচিন তেন্ডুলকর ৷ ক্রিকেটের ভগবান হিসাবে সারা দুনিয়া তাঁকে পুজো করে ৷ মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মুম্বইয়ের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান সচিন রমেশ তেন্ডুলকর ৷ ক্রিকেটের এমন কোনও রেকর্ড নেই যে তিনি করেননি ৷ একদিন ও ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক ৷ তাঁর নামের পাশে সেঞ্চুরির সেঞ্চুরি আছে ৷
প্রথম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ২০০ রানের নজির গড়েছিলেন তিনি ৷ অবশ্য একদিনের ক্রিকটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এই মুহূর্তে রোহিত শর্মার আছে ৷ আজ থেকে প্রায় সাড়ে ৫ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে গ্রহণ করেছিলেন তিনি ৷ তাঁর ক্রিকেটথেকে অবসর কোনও বিস্ময়কর ঘটনা নয় ৷ প্রকৃতির স্বাভাবিক নিয়মেই ক্রিকেটকে চিরবিদায় জানিয়েছিলেন ৷ তাঁর অবসরের দিন জানিয়েছিলেন ক্রিকেট ছাড়া তিনি কখনও অন্য কিছু ভাবেন তাই অবসরের পরে কী করবেন তাও পরিষ্কার নয় ৷
advertisement
advertisement
অবসরের পরে আধ দশকেরও বেশি সময়ে কেটে গিয়েছে ৷ এরই মাঝে পরিবারকে সময় দেওয়া, ক্রিকেটে ধারাভাষ্য করা ছাড়াও অনেক মানবিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন ৷ কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় প্রবল দাবানলে প্রবল দাবানলে লক্ষ লক্ষ বন্যপ্রাণ মারা গিয়েছে ৷ বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ বেঁচে থাকা বন্য প্রাণী সংরক্ষণ ও এলাকার উন্নয়নের জন্য একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল ৷ আয়োজকদের ডাকে সাড়া দিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরেছেন ক্রিকেটের ভগবান স্বয়ং ৷
advertisement
সচিনের প্রায় সাড়ে ৫ বছর পরে ক্রিকেট মাঠের সেই চোখ ধাঁধানো লেগ গ্লান্সে বাউন্ডারি উপহার দিয়েছেন ৷ সচিনের মানবিক পদক্ষেপে মুগ্ধ সবাই ৷ দেখুন সাড়ে ৫ বছর পরে তেন্ডুলকরের প্রিয় ক্রিকেট মাঠে ৷ মহিলাদের সঙ্গে খেলেছেন ক্রিকেট খেলার শেষে সবাই ভরিয়ে দিয়েছেন অভিভাদনে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সেই চেনা ছন্দে সচিন, চোখ ধাঁধানো লেগ গ্লান্স, স্ট্রেট ড্রাইভে সাড়ে ৫ বছর পরে ফের ক্রিকেট মাঠে লিটল মাস্টার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement