সেই চেনা ছন্দে সচিন, চোখ ধাঁধানো লেগ গ্লান্স, স্ট্রেট ড্রাইভে সাড়ে ৫ বছর পরে ফের ক্রিকেট মাঠে লিটল মাস্টার
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
মানবিক কারণে আধ দশক পরে ফের ব্যাট হাতে সচিন
#মেলবোর্ন: তিনিই সচিন তেন্ডুলকর ৷ ক্রিকেটের ভগবান হিসাবে সারা দুনিয়া তাঁকে পুজো করে ৷ মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মুম্বইয়ের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান সচিন রমেশ তেন্ডুলকর ৷ ক্রিকেটের এমন কোনও রেকর্ড নেই যে তিনি করেননি ৷ একদিন ও ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক ৷ তাঁর নামের পাশে সেঞ্চুরির সেঞ্চুরি আছে ৷
প্রথম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ২০০ রানের নজির গড়েছিলেন তিনি ৷ অবশ্য একদিনের ক্রিকটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এই মুহূর্তে রোহিত শর্মার আছে ৷ আজ থেকে প্রায় সাড়ে ৫ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে গ্রহণ করেছিলেন তিনি ৷ তাঁর ক্রিকেটথেকে অবসর কোনও বিস্ময়কর ঘটনা নয় ৷ প্রকৃতির স্বাভাবিক নিয়মেই ক্রিকেটকে চিরবিদায় জানিয়েছিলেন ৷ তাঁর অবসরের দিন জানিয়েছিলেন ক্রিকেট ছাড়া তিনি কখনও অন্য কিছু ভাবেন তাই অবসরের পরে কী করবেন তাও পরিষ্কার নয় ৷
advertisement
advertisement
অবসরের পরে আধ দশকেরও বেশি সময়ে কেটে গিয়েছে ৷ এরই মাঝে পরিবারকে সময় দেওয়া, ক্রিকেটে ধারাভাষ্য করা ছাড়াও অনেক মানবিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন ৷ কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় প্রবল দাবানলে প্রবল দাবানলে লক্ষ লক্ষ বন্যপ্রাণ মারা গিয়েছে ৷ বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ বেঁচে থাকা বন্য প্রাণী সংরক্ষণ ও এলাকার উন্নয়নের জন্য একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল ৷ আয়োজকদের ডাকে সাড়া দিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরেছেন ক্রিকেটের ভগবান স্বয়ং ৷
advertisement
সচিনের প্রায় সাড়ে ৫ বছর পরে ক্রিকেট মাঠের সেই চোখ ধাঁধানো লেগ গ্লান্সে বাউন্ডারি উপহার দিয়েছেন ৷ সচিনের মানবিক পদক্ষেপে মুগ্ধ সবাই ৷ দেখুন সাড়ে ৫ বছর পরে তেন্ডুলকরের প্রিয় ক্রিকেট মাঠে ৷ মহিলাদের সঙ্গে খেলেছেন ক্রিকেট খেলার শেষে সবাই ভরিয়ে দিয়েছেন অভিভাদনে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2020 1:45 PM IST