East Bengal: কোচ লোবেরার পর ট্রান্সফার মার্কেটে ঝড় তোলার পথে ইস্টবেঙ্গল, নজর একাধিক ফুটবলারে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: সের্জিও লোবেরাকে এখনও সরকারিভাবে কোচ ঘোষণা করেনি ইস্টবেঙ্গল। সুপার কাপের পরে অবশ্য তিন দায়িত্ব নিতে চলেছেন তাতে সন্দেহ নেই। ভারতবর্ষের ফুটবলের অন্যতম সফল ম্যানেজারকে ইস্টবেঙ্গলে আনা মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু সেটা করে দেখিয়েছেন লাল হলুদ কর্তারা। জোসেফ গোম্বাও কোচ হিসেবে মোটামুটি নিশ্চিত হয়ে গেলেও ইনভেস্টরদের বুঝিয়ে শেষ মুহূর্তে তাকে আটকাতে সক্ষম হয়েছেন কর্তারা।
দুবছরের চুক্তিতে বড় টাকায় তিনি আসতে চলেছেন লাল হলুদে। তবে তাকে কোচ করার পেছনে একটা নির্দিষ্ট ফুটবল স্টাইল তুলে ধরার পথে যাবে ইস্টবেঙ্গল ক্লাব সেটা পরিষ্কার। লোবেরা যে দলের দায়িত্ব নিয়েছেন বদলে দিয়েছেন খেলার স্টাইল। পেপ গার্দিওলার ভক্ত এই স্প্যানিশ ম্যানেজার জানেন কিভাবে এগোতে হয় লম্বা টুর্নামেন্টে।
আরও পড়ুন - KKR: সাকিবের বদলি ৪ ক্রিকেটারের নাম বিচার করছে নাইট রাইডার্স! শীঘ্রই ঘোষণা হতে পারে
তবে শুধুমাত্র লোবেরাকে দায়িত্ব দিয়ে থেমে থাকতে রাজি নয় ইস্টবেঙ্গল। মাঠে যারা ফুল ফোটাবে, সেরকম কিছু যোগ্য ফুটবলারের খোঁজ করছে তারা। বাজারে খবর এটিকে মোহনবাগানের হুগো বুমু রয়েছে লাল হলুদের তালিকায়। হুগোর সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে মোহনবাগান কোচ হুয়ানের। তাকে ছেড়ে দিতে পারে সবুজ মেরুন।
advertisement
advertisement
Finally, Sergio Lobera to East Bengal FC! 🔥 A new era begins!! 🙌 What do you guys think, EB finally in top 6?? pic.twitter.com/gVU8KHkmmb
— Half-Time 🇮🇳 (@halftimeind) April 4, 2023
এছাড়াও এফসি গোয়ায় খেলে যাওয়া অর্তিজ, মোহনবাগানের প্রাক্তন ফুটবলার এদু গার্সিয়া আসতে পারেন। ভারতীয় ফুটবলারদের মধ্যে রহিম আলি, সাহিল, ভিনসি ব্যারেটো, মন্দার দেশাই, হীরা মণ্ডল রয়েছে তালিকায়। মহেশ, স্বার্থক, রাকিপকে রেখে দেওয়া হবে। রোলিন বর্জেসকে নিয়ে আসার চেষ্টা হবে। তবে কোনও ফুটবলারের সঙ্গে এখনও ডিল চূড়ান্ত নয়।
advertisement
লোবেরা কোচ হওয়া মানে যাতা ফুটবল খেললে হবে না। একটা নির্দিষ্ট স্টাইল মেনে চলতে হবে। এখন ফুটবলাররা কত তাড়াতাড়ি সেটা রপ্ত করতে পারবেন তার ওপর নির্ভর করছে ইস্টবেঙ্গলের ভাগ্য। লোবেরা অবশ্যই দুর্দান্ত একজন ম্যানেজার, কিন্তু তিনি ম্যাজিশিয়ান নন। ভাল ফুটবলার না করতে পারলে সাফল্য পাওয়া তাই কঠিন।
তবে একটা জিনিস পরিষ্কার। গত তিন বছরের তুলনায় এবার অনেক বেশি প্রস্তুতি নিয়ে নামছে ইস্টবেঙ্গল। কো স্পনসর খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। ম্যানেজমেন্ট এবং ইনভেস্টর ঝগড়া বিবাদ কমিয়ে এক ছাতার তলায় আসার চেষ্টা করছেন। সুতরাং সৎ চেষ্টা আছে ভাল করার। কিন্তু মাঠের লড়াইটা আলাদা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 1:18 PM IST