Viral Video: এক ওভারে ৭ ছক্কা সহ ৪৮ রান, নয়া নজির গড়লেন আফগানিস্তান ব্যাটার

Last Updated:

Afghanistan batter hits 7 sixes in an over: এক ওভার সাতটি ছয় সহ ৪৮ রান। শুনতে অবাক লাগলেও এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কাবুল প্রিমিয়ার লিগের ম্যাচে। টি-২০ ক্রিকেটে ইতিহাসের পাতায় জায়গা করেন নিলেন আফগানিস্তানের ব্যাটার সেদিকুল্লা অটল।

কলকাতা: এক ওভার সাতটি ছয় সহ ৪৮ রান। শুনতে অবাক লাগলেও এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কাবুল প্রিমিয়ার লিগের ম্যাচে। টি-২০ ক্রিকেটে ইতিহাসের পাতায় জায়গা করেন নিলেন আফগানিস্তানের ব্যাটার সেদিকুল্লা অটল। রবি শাস্ত্রী, হার্ষল গিবস, যুবরাজ সিং, কায়রন পোলার্ডরা এক ওভারে ছয় ছক্কার নজির গড়েছিলেন। কিন্তু আফগান তারকা হাঁকালেন এক ওভারে সাতটি বিশাল ছক্কা। যেই ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। সেদিকুল্লার সাত ছয়ে মজেছেন নেটাগরিকরা।
কাবুল প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল শাহিন হান্টার্স বনাম ডিফেন্ডার্সের মধ্যে। হান্টার্সের ইনিংসের ১৯তম ওভারে এই বিরল কৃতিত্বের অধিকারী হন সেদিকুল্লা অটল। সেই ওভারে বল করতে আসেন স্পিনার আমির জাজাই। তিনিও বুঝতে পারেননি এই ওভার তাঁকে হয় তো সারা জীবন ক্রিকেট কেরিয়ারে তাড়া করে বেড়াবে। ওভারে প্রথম বলই নো করেন জাজাই। সেই বলে ছয় মারেন সেদিকুল্লা। তারপরের বল ওয়াইডে চার দেন জাজাই। তারপরের ৬ বলে ছয় ছক্কা হাঁকান সেদিকুল্লা।
advertisement
advertisement
advertisement
সাতটি ছক্কা মারার পাশাপাশি ম্যাচে নিজে শতরানও করেন সেদিকুল্লা অটল। ৫৬ বলে ১১৮ রান বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসে সাতটি চার ও ১০টি ছক্কা মারেন তিনি। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২১৩ রান করে শাহিন হান্টার্স। রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে তাকে ডিফেন্ডার্স। ১২১ রানে অল আউট হয়ে যায় ডিফেন্ডার্স। ৯২ রানে ম্যাচ জেতে হান্টার্স। সেদিকুল্লার এই ইনিংসের পর জাতীয় দলেও সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: এক ওভারে ৭ ছক্কা সহ ৪৮ রান, নয়া নজির গড়লেন আফগানিস্তান ব্যাটার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement