India vs Uzbekistan: 'জয়ের জন্যই ঝাঁপাবে ছেলেরা', এশিয়া কাপে উজবেকিস্তান চ্যালেঞ্জ নিতে তৈরি ভারত

Last Updated:

AFC Asian Cup 2024 India vs Uzbekistan: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেও কঠিন লড়াই ভারতের সামনে। এবার ইগর স্টিমাচের দলের প্রতিপক্ষ উজবেকিস্তান। ভারতের পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচ কার্যত ডু অর ডাই।

উজবেকিস্তান চ্যালেঞ্জ নিতে তৈরি ভারত
উজবেকিস্তান চ্যালেঞ্জ নিতে তৈরি ভারত
দোহা: এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিটয়ার বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছে ভারতকে। বিশ্বকাপে মেসির দলের বিরুদ্ধে কঠিন লড়াই দেওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ফুটবল খেলে ভারত, তা প্রশংসা কুড়িয়েছে অনেকের। কিন্তু বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচেও কঠিন লড়াই ভারতের সামনে। এবার ইগর স্টিমাচের দলের প্রতিপক্ষ উজবেকিস্তান। ভারতের পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচ কার্যত ডু অর ডাই।
তবে এই উজবেকিস্তানের বিরুদ্ধে ভারতের ট্র্যাক রেকর্ড একেবারেই ভাল নয়। এখনও পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। যার মধ্যে ৪ বার হেরেছে ভারত ও ২ বার ড্র। শেষ ড্র-ও এসেছিল আড়াই দশক আগে। এশিয়ান কাপের প্রথম ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে ড্র করেছে সুনীলরা। ফলে ভারতের বিরুদ্ধে জয়ের জন্য় সর্বস্ব দিয়ে চেষ্টা করবে উজবেকরা। ছেলেদের সামনে যে কঠিন লড়াই অপেক্ষা করছে তা মেনে নিয়েছেন ইগর স্টিমাচও।
advertisement
ম্যাচের আগে প্রতিপক্ষ যথেষ্ট সমীহ করেছেন ভারতীয় কোচ। তবে প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে তাঁর দলও যে লড়াই দিতে পুরোপুরি প্রস্তুত তা জানিয়েছেন ইগর স্টিমাচ। একই সঙ্গে প্রথম ম্যাচের দল থেকে দ্বিতীয় ম্যাচের দলে বেশ কিছু পরিবর্তনও আনতে পারেন ইগর স্টিমাচ। রক্ষণ সামলে, মাঝমাঠের দখল নিয়ে আক্রমণে যাওয়াই প্রধান লক্ষ্য হতে চলেছে টিম ইন্ডিয়ার।
advertisement
advertisement
ম্যাচের আগে ইগর স্টিমাচ বলেছেন,”উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে আরও কঠিন ম্যাচ। প্রথম ম্যাচে জয় না পাওয়ায় ওরা সর্বশক্তি দিয়ে ঝাপাবে। দল হিসেবে উজবেকরা খুব ভাল দল। তবে আমাদের ছেলেরাও চ্যালেঞ্জ নিতে তৈরি। জয়ের জন্যই নামব আমরা।”
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Uzbekistan: 'জয়ের জন্যই ঝাঁপাবে ছেলেরা', এশিয়া কাপে উজবেকিস্তান চ্যালেঞ্জ নিতে তৈরি ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement