১৯ বছর পর ভারতের মাটিতে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া! রোহিতদের হুঙ্কার গিলক্রিস্টের

Last Updated:

Adam Gilchrist points out Pat Cummins what Australia should do to beat India in home test series. ১৯ বছর পর ভারতের মাটিতে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া! রোহিতদের হুঙ্কার গিলক্রিস্টের

ভারতের মাটি থেকে ১৯ বছর আগে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া
ভারতের মাটি থেকে ১৯ বছর আগে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া
#মেলবোর্ন: ১৯৬৯ সালে প্রথমবার ভারতে টেস্ট সিরিজ দখল করেছিল অস্ট্রেলিয়া। তারপর মাত্র একবারই, ২০০৪ সালে অ্যাওয়ে সিরিজে পাঁচ দিনের ফরম্যাটে শেষ হাসি হাসে তারা। সেবার অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সেই অভিজ্ঞতা থেকে প্যাট কামিন্সকে পরামর্শ দিয়েছেন তিনি। ফক্স স্পোর্টসে গিলক্রিস্ট বলেছেন, আমার মনে হয় অস্ট্রেলিয়া এবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততেই পারে। সেবারের দলের সঙ্গে এবারের স্কোয়াডের মিল রয়েছে।
তবে নতুন কোনও স্পিনারকে খেলানোর পরীক্ষা-নিরীক্ষা না করাই ভালো। অতীতে এমন এক্সপেরিমেন্ট কখনও সফল হয়নি। গিলির মতে, সেরা চার বোলারকে খেলানো হোক। তিনজন পেসার যেন রিভার্স সুইং করাতে পারে। সঙ্গে থাক নাথান লিয়ঁ। ওই আমাদের সর্বকালের সেরা অফ স্পিনার। এরা সবাই ঠিকঠাক দায়িত্ব পালন করলে আমরাই জিতব।
আরও পড়ুন - জলে গেল না শুভমনের ডবল সেঞ্চুরি, ব্রেসওয়েল ঝড় সামলে নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু ভারতের
১৯ বছর আগের স্মৃতি রোমন্থন করে প্রাক্তন কিপারের মন্তব্য, মানসিকতায় রদবদল ঘটানোর চেষ্টা করেছিলাম সেবার। এই অস্ট্রেলিয়া দলও সেই পথে হাঁটবে বলে মনে হয়। আবার বলছি, ভারতে খেলা বলে যে কোনও স্পিনারের হাতে বল তুলে দিলে লাভ হবে না। প্রথম বল থেকেই স্টাম্প নিশানা করুক বোলাররা।
advertisement
advertisement
প্রয়োজন অনুযায়ী আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক হোক। বাউন্ডারি আটকানো জরুরি। তেমন হলে একটা স্লিপই থাকুক। আর ক্যাচ ধরার জন্য শর্ট কভার আর শর্ট মিড-উইকেটে ফিল্ডার রাখা উচিত। ধৈর্য ধরে সেরা পারফরম্যান্স মেলতে পারলেই ভারত চাপে পড়বে।
advertisement
তবে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ৩২ বছর বয়সি বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে পাওয়ার সম্ভাবনা কম অস্ট্রেলিয়ার। তাঁর আঙুলে চোট রয়েছে। আঙুলে চিড় রয়েছে দীর্ঘকায় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনেরও। অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে ৯ ফেব্রুয়ারি নাগপুরে প্রথম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। গিলক্রিস্টের মতে, গ্রিনের উপস্থিতি অস্ট্রেলিয়াকে বাড়তি স্পিনার খেলানোর সুযোগ করে দেবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
১৯ বছর পর ভারতের মাটিতে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া! রোহিতদের হুঙ্কার গিলক্রিস্টের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement