আন্তজার্তিক মঞ্চে রুপো জিতলেন অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন। ছেলের সাফল্যে গর্বিত বাবা মাধবন।
দানিশ ওপেনে ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে রুপো জিতেছেন বেদান্ত। সোনা জিতেছেন ভারতের সজন প্রকাশ।
১৫০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে বেদান্ত সময় করেছেন ১৫:৫৭:৮৬। ১৭ বছর বয়সী বেদান্ত এর আগেও একাধিক টুর্নামেন্টে পদক জিতেছেন।
পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জিতেছেন ভারতের সজন প্রকাশ। সোনা ও রুপোর পদক এল ভারতের ঝুলিতে। সৌজন্যে সজন ও বেদান্ত।
এদিন ছেলের সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মাধবন। তার পরই বহু বিশিষ্টজন তাঁকে শুভেচ্ছা জানান।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।