Achinta Sheuli: সোনার ছেলে অচিন্ত্যর ঘরে ফেরা, মা রান্না করে ফেললেন ছেলের ফেভারিট খাবার

Last Updated:

ঘরে ফিরছে সোনার ছেলে অচিন্ত্য শিউলি, তার বাড়ি ও গ্রাম জুড়ে চলছে জোর কদমে তোড়জোড়, ছেলেকে দেখতে ছটফট করছে মায়ের মন। মা নিজে হাতে তৈরি করছেন ছেলের জন্য কড়াইশুটির কচুরি ও কাবলি ছোলার ঘুগনি।

+
Achinta

Achinta Sheuli: The boy is returning home after winning gold at the Commonwealth Games

#হাওড়া:  বার্মিংহ্যামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস২০২২ এ সোনা জয়ী অচিন্ত্য শিউলি। পুরুষদের ভারত্তোলন ৭৩ কিলোগ্রাম বিভাগে মোট ৩১৩ কেজি ভারোত্তলন করে ইতিহাস তৈরি করেছেন, তাতেই বিশ্ব জুড়ে সাড়া ফেলে দিয়েছে হাওড়া পাঁচলা দেউলপুর গ্রামের নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা অচিন্ত্য শিউলি। তার গ্রামে উৎসব শুরু হয় মধ্যরাত থেকে। দেশের হয়ে নয়া ইতিহাস করেছে সোনার ছেলে অচিন্ত্য, তাকে দেখার জন্য গ্রামের মানুষ উৎসুক। আশেপাশের দূর-দূরান্ত থেকে মানুষ অচিন্ত্যকে এক পলক দেখতে অপেক্ষায় রয়েছে।
সোনার ছেলে অচিন্ত্য ঘরে ফিরছে, সেই খবর জানাজানি হতেই পাড়া-প্রতিবেশী মুখিয়ে রয়েছে! কখন কোন সময় ঘরে ফিরছে অনেকেই সোমবার সকাল থেকে বাড়িতে আসছেন খোঁজখবর নিতে। সোনার ছেলে ঘরে ফিরছে তার মা ছেলেকে দেখার জন্য আগ্রহী রয়েছে।
advertisement
advertisement
অচিন্ত্য এবার প্রায় দিন কুড়ি ছুটি নিয়ে ঘরে ফিরছে। তোরজোড়ো শুরু হয়েছে সকাল থেকে। মা কাকিমা, সকলেই ব্যস্ত, অচিন্ত্যর মা জানায় সকালে ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে। তার মা জানায়, মন একেবারে ছটফট করছে, অচিন্ত্যর জন্য তার মা তৈরি করছেন কড়াইশুঁটির কচুরি এবং কাবলি ছোলার ঘুগনি।
advertisement
সোমবার রাত্রে কলকাতায় ফিরছে অচিন্ত্য শিউলি, তাকে নিয়ে আসতে যাবে দাদা, কাকা ভাই পরিবারে সদস্য ছাড়াও যাবে ক্লাব থেকে প্রায় জোনা পঞ্চাশ ছেলে। সকাল থেকে প্রস্তুতিও শুরু হয়েছে। অচিন্ত্যের বাড়ির সামনেই স্থানীয় ক্লাবের উদ্যোগে জোড় কদমে চলছে মঞ্চ বাধার কাজ। মঙ্গলবার সোনার ছেলেকে মঞ্চে তুলে গ্রামের মানুষ অভ্যর্থনা জানাবে।গ্রাম জুড়ে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা। গোটা গ্রাম মুখিয়ে রয়েছে সোনার ছেলের ঘরে ফেরার অপেক্ষায়।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Achinta Sheuli: সোনার ছেলে অচিন্ত্যর ঘরে ফেরা, মা রান্না করে ফেললেন ছেলের ফেভারিট খাবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement