Achinta Sheuli: নিজের ভুলেই অলিম্পিক্সের সুযোগ হাতছাড়া হয়েছিল, অপরিসীম পরিশ্রম করে জাতীয় মঞ্চ থেকে ছিনিয়ে আনলেন রুপোর পদক
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Achinta Sheuli: বিতর্ক কাটিয়ে ন্যাশনাল লেভেলে রূপো জয় হাওড়ার ভারোত্তোলক অচিন্ত্য শিউলির
হাওড়া: অচিন্ত্যর ফের কামব্যাক। নিজের জীবনের খারাপ সময় কাটিয়ে ফের ন্যাশনাল লেভেলে রুপো জয় হাওড়ার ভারোত্তোলক অচিন্ত্য শিউলির৷ ২০২২ কমনওয়েলথ গেমসে দুরন্ত পারফরম্যান্স করার পরে বিশেষজ্ঞদের নজর কেড়েছিলেন ভারতীয় ভারোত্তোলক অচিন্ত্য শিউলি৷ কমনওয়েলথ গেমসে সোনা জিতে খবরের শিরোনামে উঠেছিলেন তিনি৷ সেই তিনিই ফের একবার শিরোনামে আসেন৷ যদিও কিছুদিন ফেডারেশনের নিয়মভঙ্গের কারণে ক্যাম থেকে বহিষ্কার হয়ে নিজের বাড়িতেই অনুশীলন চালাচ্ছিলেন। কঠোর অনুশীলনের পর আবারও এল সাফল্য। নিজেকে ফের প্রমান করলেন অচিন্ত্য৷
২০২২ সালের কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছিলেন অচিন্ত্য৷ তারপরে অবশ্য চোট পেয়েছিলেন তিনি| চোট সারিয়ে আবার অনুশীলন শুরু করেছিলেন অচিন্ত্য। অলিম্পিকে নামার স্বপ্ন দেখছিলেন | কিন্তু নিজের ভুলে সেই সুযোগ হাতছাড়া করেন বাংলার অ্যাথলিট৷ জাতীয় ক্যাম্প চলছে ভারোত্তোলকদের | সেই ক্যাম্পের নিয়ম ভেঙে রাত্রি বেলা মহিলা অ্যাথলিটদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন তিনি ৷ আর ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাঁর উপর নেমে আসে শাস্তির খাঁড়া | তাঁকে বিতাড়িত করা হয় জাতীয় ক্যাম্প থেকে ৷
advertisement
advertisement
advertisement
নিজের জীবনের সেই খারাপ সময় কাটিয়ে ফের ন্যাশনাল লেভেলে পদক জয় হাওড়ার অচিন্ত্য শিউলির| আবার শূন্য থেকে শুরু করে নিজেকে সাফল্যের শিখরে দেখতে চান হাওড়ার অচিন্ত্য| সম্পূর্ণ নিজের কৃতিত্বে এইবার তাঁর এই পদক জয় বলে জানায় অচিন্ত্য| হাওড়ার দেউলপুরে অচিন্ত্যর বাড়ি | মা জরির কাজ করে সংসার চালান | দাদা অলোক দমকল দফতরের অস্থায়ী কর্মী।
advertisement
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের দু’টি বিভাগে জোড়া সোনা, যুব এশিয়ান চ্যাম্পিনশিপে রুপো, বাংলার হয়ে জেতা তিনটি সোনা-সহ আটটি পদক ঝুলছে ঘরের কোণের পেরেকে | অভাবের সংসারে অচিন্ত্যর সম্বল এখন নিজেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জেদ | আগামীদিনে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমে সাফল্য অর্জন করাই তাঁর বর্তমান লক্ষ্য৷ যাতে তাঁর জীবনে ঘটে যাওয়া অভিশপ্ত ঘটনা থেকে জাতীয় স্তরে ভারোত্তোলক ফের ভারতের হয়ে সাফল্য আনতে পারে অচিন্ত্য৷ অচিন্ত্যর সাফল্যে খুশি তাঁর মা৷ আগামীদিনে অচিন্ত্যকে ফের সাফল্যের শীর্ষে দেখতে চান তিনি৷
advertisement
Rakesh Maity
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2024 7:09 PM IST