Vijay Hazare Trophy: কোহলির রেকর্ড ভেঙে লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ১০০ অভিষেক শর্মার
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাত্র ৪২ বলে ১০০ করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মারকুটে ব্যাটসম্যান৷ বিরাট কোহলি (Virat Kohli) ও সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ছাপিয়ে লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিকারী হলেন অভিষেক৷
#ইন্দোর: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) অনন্য রেকর্ড করলেন পঞ্জাবের অভিষেক শর্মা৷ গত রবিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাত্র ৪২ বলে ১০০ করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মারকুটে ব্যাটসম্যান৷ বিরাট কোহলি (Virat Kohli) ও সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ছাপিয়ে লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিকারী হলেন অভিষেক৷
মধ্যপ্রদেশের পাহাড় প্রমাণ ৪০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে বাঁ-হাতি অভিষেক দুর্দান্ত শুরুটা করেন৷ ৪৯ বল খেলে ১০৪ রান করে ফিরে যান অভিষেক৷ যদিও তাঁর এই শতরান টিমের প্রয়োজনে কাজে এল না৷ পঞ্জাবকে ১০৫ রানে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল৷ সূর্যকুমার চলতি টুর্নামেন্টেই ৫০ বলে ১০০ করে বিরাটকে টপকে ছিলেন৷ বিরাট ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে ১০০ করেছিলেন৷ তালিকায় সবার ওপরে আছেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠান৷ ২০০৯-১০ মরসুমে বিজয় হাজারে ট্রফিতে তিনি ৪০ বলে ১০০ করেছিলেন৷ এই রেকর্ড এখনও অক্ষত৷ পাঠানের পরেই রইলেন অভিষেক৷
advertisement
42-ball 💯 🔥 2nd fastest by an Indian in List-A cricket 🙌 Well done, @IamAbhiSharma4 👏👏#RisersAtVHT21 #OrangeArmy #KeepRising #VijayHazareTrophy pic.twitter.com/gtE8XLvwf1
— SunRisers Hyderabad (@SunRisers) February 28, 2021
advertisement
বিজয় হাজারের পর ২০ বছরের ক্রিকেটার অভিষেক খেলবেন আইপিএলে৷ ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য অভিষেক৷ দিল্লি ক্যাপিটালস হয়ে হায়দরাবাদে আসেন৷ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক লিগে অভিষেক এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছেন৷ ১৭.৮৭-এর গড়ে ১৪৩ রান করেছেন তিনি৷ তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৪৬৷ বল হাতে তিন উইকেটও নিয়েছেন অভিষেক৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2021 4:27 PM IST

