Aamir Khan on Rinku Singh : আমি তোমার ভক্ত হয়ে গিয়েছি! রিঙ্কু সিংয়ের প্রশংসায় পাগল আমির খান
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Aamir Khan bollywood superstar now big fan of Rinku Singh. আমি তোমার ভক্ত হয়ে গিয়েছি! রিঙ্কু সিংয়ের প্রশংসায় আমির খান
আমিরের প্রশংসায় শুনে আবেগ ধরে রাখতে পারেননি রিঙ্কু সিং। দরিদ্র পরিবার থেকে উঠে আসা প্রতিশ্রুতিমান রিঙ্কু সিং কেকেআরের হয়ে এবারের আইপিএলে বড় ছাপ ফেলে দিয়েছেন। প্রথমে তাকে কিংস ইলেভেন পঞ্জাব রিঙ্কুকে তার বেস প্রাইস ১০ লক্ষ টাকা দিয়ে কেনে। এরপর ২০১৮ সালের আইপিএলের আগে নিলামে ৮০ লক্ষ টাকা দিয়ে কেকেআর উত্তরপ্রদেশের আলিগড়ের রিঙ্কু সিংকে কেনে।
advertisement
advertisement
সেই বছর থেকেই কলকাতা নাইট রাইডার্সের অংশ রিঙ্কু। ধ্বংসাত্মক মিডল অর্ডার ব্যাটারের পাশাপাশি রিঙ্কু একজন দুর্দান্ত ফিল্ডার। বিক্ষিপ্ত দু একটি ম্যাচ ছাড়া কেকেআরের হয়ে তাকে মাঠে নামতে দেখা যায়নি। ২০২২ এর মহানিলামে কলকাতা ৫৫ লক্ষ টাকা দিয়ে তাকে আবার কেনে, এরপরই তার কেরিয়ারের মোড় ঘুরে যায়।
কলকাতা নাইটরাইডার্সের সঙ্গে আলাপচারিতায় রিঙ্কু বলেন, তিনি জানতেন তার পুরোনো দল নিলামে তাকে নেওয়ার জন্য ঝাঁপাবে। রিঙ্কুর বক্তব্য, নীতিশ রানা আমায় বলেছিল কলকাতা আমার জন্য নিলামে ঝাঁপাবে। এই বিষয়টাই আমায় আশ্বস্ত করেছিল যে আমি আবার তাদের হয়ে খেলতে পারব। অনেক ভালোবাসা এখানে পেয়েছি। কেকেআর আমার জীবনটাই বদলে দিয়েছে।
advertisement
আমার প্রায় সব সমস্যাই চলে যায় কেকেআর আমায় ৮০ লক্ষ টাকায় কেনার পর। আমার পরিবারে এত টাকা এর আগে কেউ দেখেনি। অনেক টাকা। আমার বাবার মাসিক রোজগার ছিলো ১০ থেকে ১২ হাজার টাকা। আমার পরিবার এরজন্য আমায় নিয়ে গর্ব অনুভব করে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলেন রিঙ্কু সিং। ২১০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। রিঙ্কু যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ কেকেআর জেতার মত অবস্থায়। রিঙ্কু আউট হয়ে যাওয়ার পর জেতার আশা শেষ হয়ে যায়। ২ রানে হেরে এবারের আইপিএল থেকে ছিটকে যায় শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর।
advertisement
২০১৮ সালে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রিঙ্কুর আইপিএলে অভিষেক হয়। এখনো পর্যন্ত আইপিএলে ১৭ টি ম্যাচ খেলেছেন রিঙ্কু, ১৩০ স্ট্রাইক রেটে, ২১ এর কাছাকাছি ব্যাটিং গড়ে করেছেন ২৫১ রান। কিন্তু এতদিন সেভাবে গুরুত্ব পেতেন না। এবার স্বয়ং আমির খান তার প্রশংসা করায় রিঙ্কু সিং নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেটে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2022 1:20 PM IST