গোপীচাঁদকে নিয়ে এবার বায়োপিকের ভাবনা বলিউডে

Last Updated:

দ্রোণাচার্যের বৃত্ত পূর্ণ। সিন্ধুর রুপোয় গোপীতেই নতুন চাঁদের ঝলকানি দেখছে ভারত।

#রিও দি জেনেইরো:  দ্রোণাচার্যের বৃত্ত পূর্ণ। সিন্ধুর রুপোয় গোপীতেই নতুন চাঁদের ঝলকানি দেখছে ভারত। আসমুদ্র হিমাচলের দাবি এই সিন্ধুকে তৈরি করার পিছনে রয়েছে একজনের বিশাল পরিশ্রম, তিনি পুলেল্লা গোপীচাঁদ। ইনাম হিসেবে অন্ধ্র সরকার গোপীচাঁদকে দিচ্ছে দশ লাখ টাকা।
হায়দরবাদের বাড়িটাই তাঁর সবকিছু। গত এক দশক ধরে এই বাড়িতেই নিঃশব্দে চলছে তাঁর বিপ্লব। জন্ম হয়েছে সাইনা নেহওয়াল, ক্যাশপ, শ্রীকান্ত, সিন্ধুর মতো তারার। তারপরেও তিনি চুপ। প্রকাশ্যে নয়, থাকতে ভালবাসেন আড়ালে। তিনি পুলেল্লা গোপীচাঁদ। এ দেশের সর্বকনিষ্ট দ্রোণাচার্য। পিছিয়ে যেতে হয় প্রায় পনেরো বছর আগে। অল-ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে এক ভারতীয় শাটলারের বাজিমাত। প্রকাশ পাড়ুকোন পরবর্তী চ্যাম্পিয়নের নাম পুলেল্লা গোপীচাঁদ। তিনি আজ ফের একবার দেশের হিরো। যাঁর কোচিংয়ে ভারতীয় ব্যাডমিন্টন অলিম্পিক থেকে পেয়েছে দুটি পদক। চার বছর আগে সাইনার ব্রোঞ্জ। আর ব্রাজিল থেকে সিন্ধুর রুপো। এই সবের কারিগর গোপীচাঁদই।
advertisement
ইতিমধ্যেই গোপীচাঁদকে ঘিরে শুরু হয়েছে অন্য পরিকল্পনা। আজহার, ধোনির পর ভারতের জাতীয় কোচকে নিয়ে বায়োপিকের চিন্তা করছে বলিউড। অন্ধ্র সরকার ঘোষণা করেছে আর্থিক পুরস্কার। তাতেও সেই একই জায়গায় গোপীচাঁদ। রিও’তে জানিয়েছেন, দেশে ফিরে অ্যাকাডেমির মেরামতের কাজে মন দেবেন। কারণ, আর চার বছর পরেই টোকিও।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
গোপীচাঁদকে নিয়ে এবার বায়োপিকের ভাবনা বলিউডে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement