লকডাউনে বাড়ির সামনে জ্ঞান হারানো শ্রমিককে খাবার দিয়ে সাহায্য শামির

Last Updated:

অস্বাভাবিক ক্লান্তি এবং দীর্ঘদিন ধরে ঠিকমতো খেতে না পাওয়া এক শ্রমিক শামির বাড়ির সামনেই জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন !

#লখনউ: লকডাউনের মধ্যে দেশের কত মানুষের যে এখন অসহায় অবস্থা, তার খবর প্রতিনিয়তই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ৷ অত্যন্ত সমস্যার মধ্যে দিন কাটছে দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিকদের ৷ লকডাউনের জেরে যারা অনেকেই দেশের বিভিন্ন শহরে এখন আটকে পড়েছেন ৷ বাড়ি ফেরার জন্য কোনও যানবাহন না পেয়ে, অনেকেই বাধ্য হয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে হেঁটে পাড়ি দিচ্ছে ৷ এমনই এক ঘটনা দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামির উত্তরপ্রদেশের আমরোহার বাড়ির সামনে ৷ অস্বাভাবিক ক্লান্তি এবং দীর্ঘদিন ধরে ঠিকমতো  খেতে না পাওয়া এক শ্রমিক শামির বাড়ির সামনেই জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন !
শামির বাড়ির সিসিটিভি ক্যামেরায় সে ছবি দেখতে পেয়েই বাইরে বেরিয়ে আসেন ভারতীয় দল ও বাংলার পেসার ৷ ওই শ্রমিককে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেন শামি ৷ জানা গিয়েছে, ওই পরিযায়ী শ্রমিক রাজস্থান থেকে পায়ে হেঁটে বিহার যাচ্ছিলেন ৷ লখনউ হয়ে বিহারের পথে রওনা হয়েছিলেন ৷ ভারতীয় দলে তাঁর সতীর্থ যুজবেন্দ্র চাহালকে একটি ভিডিও চ্যাটে গোটা ঘটনাটা জানান শামি ৷ তাঁর বাড়ি থেকে হাইওয়ে খুব বেশি দূরে না হওয়ায়, প্রতিদিনই শামি দেখতে পান অসংখ্য শ্রমিক হাইওয়ে ধরে হাঁটছেন ৷ গন্তব্যে পৌঁছনো প্রায় অসম্ভব জেনেও পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিকরা ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লকডাউনে বাড়ির সামনে জ্ঞান হারানো শ্রমিককে খাবার দিয়ে সাহায্য শামির
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement