লকডাউনে বাড়ির সামনে জ্ঞান হারানো শ্রমিককে খাবার দিয়ে সাহায্য শামির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অস্বাভাবিক ক্লান্তি এবং দীর্ঘদিন ধরে ঠিকমতো খেতে না পাওয়া এক শ্রমিক শামির বাড়ির সামনেই জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন !
#লখনউ: লকডাউনের মধ্যে দেশের কত মানুষের যে এখন অসহায় অবস্থা, তার খবর প্রতিনিয়তই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ৷ অত্যন্ত সমস্যার মধ্যে দিন কাটছে দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিকদের ৷ লকডাউনের জেরে যারা অনেকেই দেশের বিভিন্ন শহরে এখন আটকে পড়েছেন ৷ বাড়ি ফেরার জন্য কোনও যানবাহন না পেয়ে, অনেকেই বাধ্য হয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে হেঁটে পাড়ি দিচ্ছে ৷ এমনই এক ঘটনা দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামির উত্তরপ্রদেশের আমরোহার বাড়ির সামনে ৷ অস্বাভাবিক ক্লান্তি এবং দীর্ঘদিন ধরে ঠিকমতো খেতে না পাওয়া এক শ্রমিক শামির বাড়ির সামনেই জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন !
শামির বাড়ির সিসিটিভি ক্যামেরায় সে ছবি দেখতে পেয়েই বাইরে বেরিয়ে আসেন ভারতীয় দল ও বাংলার পেসার ৷ ওই শ্রমিককে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেন শামি ৷ জানা গিয়েছে, ওই পরিযায়ী শ্রমিক রাজস্থান থেকে পায়ে হেঁটে বিহার যাচ্ছিলেন ৷ লখনউ হয়ে বিহারের পথে রওনা হয়েছিলেন ৷ ভারতীয় দলে তাঁর সতীর্থ যুজবেন্দ্র চাহালকে একটি ভিডিও চ্যাটে গোটা ঘটনাটা জানান শামি ৷ তাঁর বাড়ি থেকে হাইওয়ে খুব বেশি দূরে না হওয়ায়, প্রতিদিনই শামি দেখতে পান অসংখ্য শ্রমিক হাইওয়ে ধরে হাঁটছেন ৷ গন্তব্যে পৌঁছনো প্রায় অসম্ভব জেনেও পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিকরা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2020 10:19 AM IST

