Table Tennis Championship: হাড্ডাহাড্ডি লড়াইয়ের সমাপ্তি, শেষ হল ৬৯ তম অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Table Tennis Championship: ৬৯তম অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও মহিলা)-এর সমাপ্তি, বিজয়ীদের পুরস্কৃত করলেন জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব।
কথায় আছে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন৷ এবার যে বা যারা ট্রেন অপারেশনের সাথে জড়িত থাকেন, তিনি আবার খেলেও বাজিমাত করেন।
৬৯তম অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও মহিলা)-এর সমাপ্তি, বিজয়ীদের পুরস্কৃত করলেন জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন (এনএফআরএসএ)-এর দ্বারা ০৭ আগস্ট, ২০২৩ তারিখ থেকে ৬৯তম অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও মহিলা)২০২৩-এর আয়োজন করা হয়েছিল, যার সমাপ্তি ঘটে ১১ আগস্ট, ২০২৩ তারিখে।
advertisement
সমাপ্তি অনুষ্ঠানে এনএফআরএসএ-এর সভাপতি, অসম টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক ও অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের উপস্থিতিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন। এই টুর্নামেন্টে দেশজুড়ে ভারতীয় রেলওয়ের বিভিন্ন জোন-পিএসইউ থেকে মোট ১৬০ জন খেলোয়ার নিয়ে গঠিত ১২টি পুরষের দল ও ০৭টি মহিলার দল, আন্তর্জাতিক রেফারি ও কোচ আধিকারিকরা অংশগ্রহণ করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন-ছিঃ ছিঃ! প্রকাশ্যে ফেসবুকে ‘পর্ন’ ভিডিও পোস্ট, নোবেলের কীর্তি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া
এই ক্রীড়া অনুষ্ঠানটি পুরুষ ও মহিলা টিম চ্যাম্পিয়নশিপ এবং পুরুষ ও মহিলা সিঙ্গলস-এর অধীনে শ্রেণিবিভক্ত করা হয়েছিল। পুরুষ ও মহিলা উভয় টিম চ্যাম্পিয়নশিপে সাউথ ইস্টার্ন রেলওয়ে চ্যাম্পিয়ন হয়। মহিলা সিঙ্গলস-এ ওয়েস্টার্ন রেলওয়ের অনুশা কুটুম্বলেকে হারিয়ে আইসিএফ, চেন্নাই-এর ভি. কৌশিকা চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ সিঙ্গলে অনির্বাণ ঘোষ তাঁর প্রতিপক্ষ আকাশ পালকে হারিয়ে চ্যাম্পিয়ন হন, দুজনেই সাউথ ইস্টার্ন রেলওয়ের খেলোয়াড়। ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী এবং বিশ্ব টেবিল টেনিস মহিলা ডাবলস-এর বিজয়ী তথা সাউথ ইস্টার্ন রেলওয়ের সুতীর্থা মুখার্জির মতো তারকা খেলোয়াড়ের পাশাপাশি ইস্টার্ন রেলওয়ের রোনিত ভাঞ্জা, সাউথ ইস্টার্ন রেলওয়ের অনির্বাণ ঘোষ, মেট্রো রেলওয়ের পয়মন্তী বৈশ্য এবং ওয়েস্টার্ন রেলওয়ের অনুশা কুটুম্বলের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন।রেলের আধিকারিকরা জানাচ্ছেন রেল কর্মচারীদের জন্য সব সময় ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2023 12:09 AM IST