• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • অ্যান্টিগার ভুল আর জামাইকায় চান না কোহলি, সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া

অ্যান্টিগার ভুল আর জামাইকায় চান না কোহলি, সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া

Photo: BCCI

Photo: BCCI

শেষ ম্যাচে হারটা যেন পচা শামুকে পা কাটার মত।

 • Share this:

  #জামাইকা: শেষ ম্যাচে হারটা যেন পচা শামুকে পা কাটার মত। অ্যান্টিগার ভুল আর জামাইকায় চান না কোহলি। সিরিজ জিতে বন্ধ করতে চান যাবতীয় সমালোচনা।

  আগের ম্যাচে মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কেউ কেউ বলেছিলেন, ফুরিয়ে গিয়েছেন মিস্টার ফিনিশার। তবে প্রাক্তনীরা অবশ্য মাহির পাশেই দাঁড়াচ্ছেন। খবর যা, বৃহস্পতিবার জামাইকায় ঋষভ পন্থের অভিষেকের সম্ভাবনা ক্ষীণ।অভিজ্ঞ মাহিতেই ভরসা কোহলির।

  এদিকে, অ্যান্টিগায় জিতে হঠাৎই যেন অক্সিজেন পেয়ে গিয়েছেন হোল্ডাররা। জামাইকায় কোহলিদের হারাতে মরিয়া তাঁরা। এদিকে, ভারতের বিরুদ্ধে একমাত্র টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে এলেন ক্রিস গেইল।

  First published: