India Pakistan Tension: পাকিস্তানে মিসাইল হামলা! প্রাণে বাঁচলেন ৪ অস্ট্রেলিয়ার ক্রিকেটার! এখন কী পরিস্থিতি তাদের

Last Updated:

4 Australian cricketers narrowly dodge missile strikes in Pakistan: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের জীবন বিপদের মুখে পড়ে গিয়েছিল।

News18
News18
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের জীবন বিপদের মুখে পড়ে গিয়েছিল। চারজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার পাকিস্তানে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান। সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাশটন টার্নার ও মিচ ওউয়েনকে একটি চার্টার্ড ফ্লাইটে করে দুবাই নিয়ে যাওয়া হয়। ভাগ্যক্রমে তাঁরা সময়মতো দেশ ছাড়তে পেরেছিলেন, কারণ তাঁদের রওনা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় সেনাবাহিনী একই সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় বলে জানা গেছে।
তাঁদের ইসলামাবাদ থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে দুবাই নেওয়া হয়। তাঁরা যাত্রা করার কয়েক ঘণ্টা পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে ছিল নূর খান এয়ারবেস, যেখানে কিছু সময় আগেই এই ক্রিকেটাররা অবস্থান করছিলেন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নূর খান ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই হামলার সময় ঘাঁটিতে শুধু খেলোয়াড় নয়, কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভাগ্যক্রমে সবাই নিরাপদে দুবাই পৌঁছাতে সক্ষম হন।
advertisement
পিএসএলে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) পাকিস্তান থেকে নিরাপদে বেরিয়ে যান। ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অস্ট্রেলিয়ান ও অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে, যা শুক্রবার রাতে ইসলামাবাদ থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। দুবাই থেকে খেলোয়াড়দের নিজ নিজ দেশে ফেরার সংযোগ ফ্লাইটের ব্যবস্থা শনিবার করা হয়।
advertisement
advertisement
এই ঘটনা অস্ট্রেলিয়ানই খেলোয়াড়দের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। ডেভিড ওয়ার্নার আগেই দেশে ফিরে গিয়েছিলেন, তবে বাকিরা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। এখন সবাই দুবাইয়ে নিরাপদে রয়েছেন এবং অস্ট্রেলিয়া ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে, শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাশটন টার্নার ও মিচ ওউয়েনের জন্য এটি ছিল এক না ভোলার মত অভিজ্ঞতা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India Pakistan Tension: পাকিস্তানে মিসাইল হামলা! প্রাণে বাঁচলেন ৪ অস্ট্রেলিয়ার ক্রিকেটার! এখন কী পরিস্থিতি তাদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement