Yashpal Sharma passes away: প্রয়াত ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Yashpal Sharma dies of heart attack: ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন যশপাল শর্মা।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের জন্য মঙ্গলবার সকাল সকালই অত্যন্ত খারাপ খবর ৷ প্রয়াত হলেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা। এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর।
Yashpal Sharma, a member of the 1983 Cricket World Cup-winning team, died of cardiac arrest this morning. pic.twitter.com/9GaDPMsKyZ
— ANI (@ANI) July 13, 2021
advertisement
১৯৭৮ সালে শিয়ালকোটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় যশপাল শর্মার। ৬৬ বছর বয়সি এই ক্রিকেটার এরপর ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের এই ডানহাতি ব্যাটসম্যান মোট ৩৭টি টেস্ট ম্যাচ এবং ৪২টি ওয়ান ডে ভারতের হয়ে খেলেন। দুটো ফর্ম্যাটে যথাক্রমে ১৬০৬ এবং ৮৮৩ রান রয়েছে তাঁর। টেস্ট ক্রিকেটে ২টি শতরান এবং ৯টি হাফ-সেঞ্চুরির মালিক তিনি। গড় ৩৩। টেস্টের মতো ওয়ান ডে ক্রিকেটেও বেশ সফল পঞ্জাবের এই ব্যাটসম্যান। ১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে-তে অভিষেক হয় তাঁর। একদিনের ক্রিকেটে মোট ৪২টি ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৮৮৩ রান। গড় ২৮.৪৮।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2021 12:13 PM IST