Yashpal Sharma passes away: প্রয়াত ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা

Last Updated:

Yashpal Sharma dies of heart attack: ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন যশপাল শর্মা।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের জন্য মঙ্গলবার সকাল সকালই অত্যন্ত খারাপ খবর ৷ প্রয়াত  হলেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা। এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর।
advertisement
১৯৭৮ সালে শিয়ালকোটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় যশপাল শর্মার। ৬৬ বছর বয়সি এই ক্রিকেটার এরপর ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের এই ডানহাতি ব্যাটসম্যান মোট ৩৭টি টেস্ট ম্যাচ এবং ৪২টি ওয়ান ডে ভারতের হয়ে খেলেন। দুটো ফর্ম্যাটে যথাক্রমে ১৬০৬ এবং ৮৮৩ রান রয়েছে তাঁর। টেস্ট ক্রিকেটে ২টি শতরান এবং ৯টি হাফ-সেঞ্চুরির মালিক তিনি। গড় ৩৩। টেস্টের মতো ওয়ান ডে ক্রিকেটেও বেশ সফল পঞ্জাবের এই ব্যাটসম্যান। ১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে-তে অভিষেক হয় তাঁর। একদিনের ক্রিকেটে মোট ৪২টি ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৮৮৩ রান। গড় ২৮.৪৮।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Yashpal Sharma passes away: প্রয়াত ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement