Yusuf Pathan: বহরমপুরে এবার বিরাট চমক! হয়ে গেল বড় ঘোষণা, পিছনে কার হাত রয়েছে জানেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Yusuf Pathan: বহরমপুরে শুধু ক্রিকেট অ্যাকাডেমি নয়, মুর্শিদাবাদ জেলার পর্যটনের কথা মাথায় রেখে এবার বহরমপুরে চালু হতে চলেছে জু-পার্ক। ঘোষণা করলেন নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।
বহরমপুর: বহরমপুরে শুধু ক্রিকেট অ্যাকাডেমি নয়, মুর্শিদাবাদ জেলার পর্যটনের কথা মাথায় রেখে এবার বহরমপুরে চালু হতে চলেছে জু-পার্ক। ঘোষণা করলেন নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। ফলে পর্যটন বিকাশে এক নতুন কেন্দ্র তৈরি হতে চলেছে মুর্শিদাবাদ জেলাতে।
দেশের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। ২০২৪ সালে তিনি বহরমপুরে সাংসদ নির্বাচিত হওয়ার পরেই ঘোষণা করেছিলেন বহরমপুরে তৈরি করা হবে ক্রিকেট অ্যাকাডেমি। তবে এবার পর্যটকদের কথা মাথায় রেখে তৈরি হতে চলেছে জু-পার্ক। জু পার্ক করার জন্য সংশ্লিষ্ট দফতর এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন ইউসুফ পাঠান।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও কৃতি ছাত্র ও ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে যোগদান করতে এসেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান। আর আশার কথা ইউসুফ পাঠানের গলায় শোনা যেতেই খুশি প্রকাশ করেছেন জেলার পর্যটনের যুক্ত ব্যবসায়ীরাও।
advertisement
মুর্শিদাবাদ জেলা ইতিহাসের জেলা। এই জেলাতে ইতিহাসের স্বাদ নিতে হাজির হন পর্যটকরা। তবে একটি জু-পার্ক তৈরি করা হলে আরও বেশি করে পর্যটকরা আসবেন শুধু তাই নয়, পর্যটন বিকাশে এক নতুন কেন্দ্র গড়ে উঠবে বহরমপুর। ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে। জমি চিহ্নিত করণ করা হচ্ছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবেও বলেও জানান তিনি। ২০২৫ সালে কাজ সম্পন্ন করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2025 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Yusuf Pathan: বহরমপুরে এবার বিরাট চমক! হয়ে গেল বড় ঘোষণা, পিছনে কার হাত রয়েছে জানেন?