মোবাইল ছিনতাইয়ে বাধা দিতে গেলে যুবককে চলন্ত ট্রেন থেকে ধাক্কা
Last Updated:
নৈহাটি ও গড়িফার মাঝামাঝি হঠাৎই তাঁর মোবাইল ছিনতাই করে এক দুষ্কৃতী। বাধা দিতে গেলে সৌরভকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়।
#নৈহাটি: নৈহাটিতে চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই। বাধা দিতে গেলে যুবককে ট্রেন থেকে ধাক্কা। বালিয়া এক্সপ্রেসের ঘটনা। আসানসোল থেকে নৈহাটিতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সৌরভ মাঝি নামে ওই ব্যক্তি। ট্রেনে ভিড় ছিল। নৈহাটি ও গড়িফার মাঝামাঝি হঠাৎই তাঁর মোবাইল ছিনতাই করে এক দুষ্কৃতী। বাধা দিতে গেলে সৌরভকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকদিন আগেই উলুবেড়িয়া স্টেশন মোবাইল চুরি আটকাতে মৃত্যু হয় যুবকের ৷ ট্রেন ছাড়তেই যবকের দামী মোবাইল ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় দুষ্কৃতী। মোবাইল বাঁচাতে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ মারেন সৌরভও। দুষ্কৃতী প্ল্যাটফর্মে নামতে পারলেও সৌরভ ছিটকে পড়েন রেললাইনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2019 2:02 PM IST