পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, পিঠিয়ে খুনের অভিযোগ ২ বন্ধুর বিরুদ্ধে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পুকুরের পাশের রাস্তা থেকে রক্তমাখা চটি, ভাঙা উইকেট ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
#হুগলি: হুগলির চুঁচুড়ায় যুবককে পিটিয়ে খুন। পুকুর থেকে উদ্ধার দেহ। খুনের অভিযোগে নিহতের দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। মদের আসরে কথা কাটাকাটির জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার।
যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়ার সমবায় পল্লিতে। বৃহস্পতিবার রাতে পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। নিহত চুঁচুড়ার আয়মা কলোনির বাসিন্দা সুমিত সরকার। পুকুরের পাশের রাস্তা থেকে রক্তমাখা চটি, ভাঙা উইকেট ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। চটির সূত্র ধরেই স্থানীয় যুবক সুমিত সিনহা ওরফে ভুটুল ও অভিজিৎ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনেই নিহতের বন্ধু।
advertisement
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে,
advertisement
- বৃহস্পতিবার রাতে একসঙ্গে মদ্যপান করে তিনজন
- মদের আসরেই সুমিতের সঙ্গে কথা কাটাকাটি হয় বাকিদের
- তখনই উইকেট দিয়ে মারধর করা হয় সুমিতকে
- মারধরের পর সুমিতকে পুকুরে ফেলে চম্পট দেয় দু’জনে
শুক্রবার সকালে সুমিত সিনহা ও অভিজিৎ দাসকে হুগলি জেলা আদালতে তোলা হয়। তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে সকালেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2020 7:06 PM IST