সমস্যা আপনার, সমাধান করবে পুলিশ! কী ভাবে জানেন? দারুণ এই সুবিধা পাচ্ছেন হাতের মুঠোয়
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
জঙ্গিপুর জেলা পুলিশ সাধারণ মানুষের মামলা সংক্রান্ত সমস্যার সমাধানে বিশেষ আলোচনা সভা আয়োজন করেছে। পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, এই উদ্যোগ ৮ জুলাই থেকে শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে চলবে।
জঙ্গিপুর: এবারে আপনার সমস্যার সমাধান করবে পুলিশ, এই লক্ষ্যকে সামনে রেখে এক অভিনব উদ্যোগ নিল জঙ্গিপুর জেলা পুলিশ। রঘুনাথগঞ্জ থানায় অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা। এই সভার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মামলা সংক্রান্ত সমস্যাগুলি সরাসরি শোনা এবং সেই সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের পথ খোঁজা।
জঙ্গিপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ উপস্থিত হন এবং নিজেদের অভিজ্ঞতা, অসুবিধা ও অভিযোগ তুলে ধরেন। জঙ্গিপুর জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁদের কথা মনোযোগ সহকারে শোনেন ও প্রয়োজনীয় দিকনির্দেশ দেন।
advertisement
advertisement
জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, “এই ধরনের জনসংযোগমূলক আলোচনা সভা জেলায় বিভিন্ন থানায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই কর্মসূচি শুরু করেছি ৮ জুলাই থেকে এবং আগামী দিনেও আরও সক্রিয়ভাবে এই উদ্যোগ চালিয়ে যেতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির ঘোষণা করেছেন। সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজকের এই আলোচনা সভা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
advertisement
থানার সভাকক্ষে এলাকার বিভিন্ন স্তরের পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। তাঁরা তাঁদের মামলা সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। যার মধ্যে ছিল দীর্ঘসূত্রতা, প্রয়োজনীয় তথ্যের অপ্রাপ্যতা, এবং আইনগত জটিলতা। পুলিশ কর্মকর্তারা প্রতিটি সমস্যার গুরুত্ব অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এই উদ্যোগের মাধ্যমে পুলিশের সঙ্গে জনসাধারণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই মনে করছেন অনেকে। সাধারণ মানুষের ভরসা অর্জনের এই প্রয়াস এক নতুন দিশা দেখাচ্ছে প্রশাসনিক স্তরে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথে জঙ্গিপুর জেলা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের কর্মসূচি মানুষের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকটিও তুলে ধরে।
advertisement
তন্ময় মন্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সমস্যা আপনার, সমাধান করবে পুলিশ! কী ভাবে জানেন? দারুণ এই সুবিধা পাচ্ছেন হাতের মুঠোয়