শিশু মেধা অনুসন্ধান পরীক্ষা! মনের আনন্দে পরীক্ষা দিল ২৪টি স্কুলের খুদে ছাত্রছাত্রীরা
- Published by:Rachana Majumder
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
কান্দি পুরসভার বিভিন্ন স্কুলে গিয়ে পরীক্ষা কেমন চলছে তা পরিদর্শন করেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। ছাত্রছাত্রীরা আনন্দ সহকারে পরীক্ষা দেয়।
কান্দি, কৌশিক অধিকারী: শিশুমেধা অনুসন্ধান পরীক্ষা, আর সেখানেই সানন্দে পরীক্ষা দিলেন ছাত্রছাত্রীরা। কান্দির বিধায়ক অপূর্ব সরকার এদিন এক অভিনব উদ্যোগ গ্রহণ করেন। কান্দি পুরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত হল শিশু মেধা অনুসন্ধান পরীক্ষা ২০২৫। এ বছর এই প্রথম পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানা গিয়েছে, কান্দি বিধানসভার ১১টি পঞ্চায়েত ও পুরসভা এলাকায় ২৪টি স্কুলে পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে ৭৮০০ জন এই পরীক্ষা দিলেন। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন স্থানীয় স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাঁরাই দেখবেন উত্তরপত্র। মোট ১০০ নম্বরের পরীক্ষা দেওয়া হল উৎসবের মেজাজে। এদের মধ্যে থেকে প্রথম ১০০ জনকে বাছাই করে নিয়ে তাদেরকে আগামী দিনে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন বিধায়ক অপূর্ব সরকার।
advertisement
advertisement
কান্দি পুরসভার বিভিন্ন স্কুলে গিয়ে পরীক্ষা কেমন চলছে তা পরিদর্শন করেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। ছাত্রছাত্রীরা আনন্দ সহকারে পরীক্ষা দেয়। কান্দি বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন, বহু মেধাবী ছাত্র ছাত্রীরা রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমরা এই অভিনব উদ্যোগ গ্রহণ করে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। ৭৮০০ জনের মধ্যে থেকে প্রথম ১০০জনকে বেছে নেওয়া হবে। তাদের ভবিষ্যতে পড়াশুনার দায়িত্ব নেওয়া হবে। কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, বৃত্তি পরীক্ষার মতোই আমরাও এই মেধা অনুসন্ধান পরীক্ষা চালু করলাম এই বছর প্রথম। প্রত্যক বছর এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। তাতে ছাত্ররা তারা মেধার পরিচয় দিতে পারবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 24, 2025 12:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিশু মেধা অনুসন্ধান পরীক্ষা! মনের আনন্দে পরীক্ষা দিল ২৪টি স্কুলের খুদে ছাত্রছাত্রীরা
