Man Chained in Kulpi: সরস্বতী পুজোর রাতে ঘুমের মধ্যে চিৎকার, কুলপির যুবকের জীবন কীভাবে বদলে গেল?

Last Updated:

অসুস্থ যুবকের মা রুমা দোলুই জানান, ছোট থেকে লেখাপড়ায় ভালো ছিলেন কৃষ্ণেন্দু (Young Man Chained in Kulpi)৷

এ ভাবেই শিকলে বন্দি হয়ে দিন কাটছে কৃষ্ণেন্দু দোলুইয়ের৷ Photo-Anisuddin Mollah
এ ভাবেই শিকলে বন্দি হয়ে দিন কাটছে কৃষ্ণেন্দু দোলুইয়ের৷ Photo-Anisuddin Mollah
#কুলপি: শিকল বাঁধা অবস্থায় এক বছর ধরে জীবন কাটছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) কুলপি ব্লকের বড় জামতলার বছর ২৬ এর যুবক কৃষ্ণেন্দু দোলুইয়ের। ৬ বছর আগে হঠাৎই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন কৃষ্ণেন্দু (Man Chained in Kulpi)। তার পর থেকে দিনমজুর পরিবার তাঁর চিকিৎসা করাতে গিয়ে জমি দোকান বেচে আজ সর্বস্বান্ত৷ ফলে বন্ধ চিকিৎসা। তাই শিকলাবাঁধা অবস্থায় দিন কাটছে যুবক কৃষ্ণেন্দু দোলুইয়ের।
অসুস্থ যুবকের মা রুমা দোলুই জানান, ছেলে কৃষ্ণেন্দু ছাড়াও দুই মেয়ে রয়েছে তাঁদের। ছোট থেকে লেখাপড়ায় ভালো ছিলেন কৃষ্ণেন্দু৷ তবে ক্লাস এইটে পাস করার পর দিনমজুর পরিবারে অভাবের সংসারের হাল ধরতে স্কুল ছেড়ে নলকূপ বসানোর কাজে যায় সে। এর পরেই ২০১৪ সালের সরস্বতী পুজোর রাতে হঠাৎই ঘুমন্ত অবস্থায় চিৎকার শুরু করে কৃষ্ণেন্দু।
advertisement
তার পর থেকে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বলে জানায় পরিবারের লোকজন । পরে বাবা মা নিজেদের একমাত্র ছেলের চিকিৎসার জন্য একাধিক চিকিৎসক ও হাসপাতালে তাকে নিয়ে যায়। চিকিৎসার খরচ মেটাতে বিক্রি করতে হয় জমি ও দোকান। কিন্তু বহু চেষ্টা করেও স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়নি কৃষ্ণেন্দুকে।
advertisement
advertisement
এর মধ্যে মাঝে চার মাস বাড়ি থেকে নিখোঁজ হয়ে আবার ফিরে আসেন কৃষ্ণেন্দু। অন্যদিকে ছেলে যাতে আগের মতো সুস্থ স্বাভাবিক হয় তাই তাকে বিয়েও দিয়েছিলো বাবা মা। বিয়ের পর কৃষ্ণেন্দুর আচরণে অস্বাভাবিকতা দেখেই ২ মাস পর চলে যান স্ত্রী।
advertisement
কৃষ্ণেন্দুর চিকিৎসা করাতে সর্বস্বান্ত পরিবার তাই অগত্যা ছেলেকে ১ বছর ধরে হাতে পায়ে শিকল বেঁধে রেখেছে পরিবার। শিকল বাঁধা অবস্থায় এখন দিন রাত কাটছে কৃষ্ণেন্দুর।
প্রতিবেশীরা জানিয়েছেন, সেভাবে কোনও কিছু করেনা কৃষ্ণেন্দু৷ তবে শিকল খোলা থাকলে মাঝে মধ্যে হঠাৎই তার বাবা দীনেশ দোলুইয়ের উপরে আক্রমণ করেন তিনি। এর আগে দু' একবার বাবার উপর আক্রমণও করেছিলেন তিনি। কৃষ্ণেন্দুর বাবা মা আর পরিবারের সদস্যরা চান, যেভাবেই হোক অন্তত চোখের সামনে থাকুক বাড়ির ছেলে৷ তাই এক বছর ধরে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় দিন কাটছে কুলপি জামতলার ছাব্বিশ বছরের যুবক কৃষ্ণেন্দু দোলুইয়ের। পরিবারের আশা, যদি কোনওভাবে তাঁদের ছেলের চিকিৎসা হয় তাহলে হয়তো একদিন বাঁধনমুক্ত হবে কৃষ্ণেন্দু।
advertisement
Anisuddin Mollah
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Man Chained in Kulpi: সরস্বতী পুজোর রাতে ঘুমের মধ্যে চিৎকার, কুলপির যুবকের জীবন কীভাবে বদলে গেল?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement