#বীরভূম: এ পুজোর আগে ঢাক বাজে না। আকাশটাও নীল হয় না। তবু রং লাগে। সরস্বতী পুজোয় বাঙালির রং লাগে মনে। অপেক্ষা আর কিছুক্ষণের।
প্রতিদিন মনে এই সুর বাজলেও, সরস্বতীপুজোর দিন একটু বিশেষ। বাঙালির ভ্যালেন্টাইনস ডে বলে কথা। হলুদ শাড়ি, ছোট্ট টিপে পাশের বাড়ির মেয়েটিই একেবারে অচেনা রূপে ধরা দিতে প্রস্তুত।
পিছিয়ে নেই ছেলেরাও। চলছে নিত্য নতুন ছাঁট দেওয়ার তোরজোর। পাড়ার পার্লারগুলিতে চরম ব্যস্ততা।
বিদ্যাদেবীর আরাধনার ফাঁকে, একে অপরের স্কুলে যাওয়া। পুষ্পাঞ্জলির অজুহাতে সকলের অলক্ষ্যে ছোঁয়া একে অপরের হাত । আর, মনে মনে বলা ফিরে আসুক এই দিন। বসন্ত হোক চির রঙিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Makeover, Saraswati Puja