হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রাত পোহালেই সরস্বতী পুজো, পার্লারে-পার্লারে ভিড় ছেলে- মেয়েদের

রাত পোহালেই সরস্বতী পুজো, পার্লারে-পার্লারে ভিড় ছেলে- মেয়েদের

পিছিয়ে নেই ছেলেরাও। চলছে নিত্য নতুন ছাঁট দেওয়ার তোরজোর। পাড়ার পার্লারগুলিতে চরম ব্যস্ততা।

  • Share this:

#বীরভূম: এ পুজোর আগে ঢাক বাজে না। আকাশটাও নীল হয় না। তবু রং লাগে। সরস্বতী পুজোয় বাঙালির রং লাগে মনে। অপেক্ষা আর কিছুক্ষণের।

প্রতিদিন মনে এই সুর বাজলেও, সরস্বতীপুজোর দিন একটু বিশেষ। বাঙালির ভ্যালেন্টাইনস ডে বলে কথা। হলুদ শাড়ি, ছোট্ট টিপে পাশের বাড়ির মেয়েটিই একেবারে অচেনা রূপে ধরা দিতে প্রস্তুত।

পিছিয়ে নেই ছেলেরাও। চলছে নিত্য নতুন ছাঁট দেওয়ার তোরজোর। পাড়ার পার্লারগুলিতে চরম ব্যস্ততা।

বিদ্যাদেবীর আরাধনার ফাঁকে, একে অপরের স্কুলে যাওয়া। পুষ্পাঞ্জলির অজুহাতে সকলের অলক্ষ্যে ছোঁয়া একে অপরের হাত । আর, মনে মনে বলা ফিরে আসুক এই দিন। বসন্ত হোক চির রঙিন।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Makeover, Saraswati Puja