Bankura News: নিজের বাড়িতে বসেই যা করছেন বাঁকুড়ার এই ধন্যি মেয়ে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Aniket Bauri
Last Updated:
Bankura News: রাজাদের আমলের তাসকে এখনও টিকিয়ে রাখার চেষ্টা এই রাখির মধ্য দিয়ে!
বাঁকুড়া: বাঁকুড়ার এই মেয়ে নিজের বাড়িতে বসে কী করছে সেটা জানলে আপনি অবাক হবেন! বিষ্ণুপুরের বিখ্যাত দশ অবতার তাসের ছবিকে টিকিয়ে রাখার এক অভিনব উদ্যোগ এই মেয়ের। রাজা বীর হাম্বিরের আমলে খেলা হত বিষ্ণুর দশ অবতারের এই তাস, যেটা বর্তমানে হারিয়ে যেতে চলেছে। পট শিল্পের মধ্যেই রয়েছে এই তাস যেটা একপ্রকার বিষ্ণুপুরের ঐতিহ্য তাই এই ঐতিহ্যকে ধরে রাখার এক নতুন প্রচেষ্টা এই শিল্পা সূত্রধরের।
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌর শহরের চক মার্কেটের একেবারে মাছ বাজারে বাড়ি এই শিল্পা সূত্রধরের।তিনি ২০২৩ সাল থেকে এই পট শিল্পের মধ্যে দশ অবতার তাসের ছবি রাখির মধ্যে ফুটিয়ে তুলছেন। ২০২৩ এ ৫০ টারও বেশি রাখি বানিয়েছিলেন তিনি এবং ২০২৪ এ ১০০ পিসের মত রাখি বানিয়েছিলেন তিনি। এই বছর বিশেষ কাজের চাপে তিনি সেইভাবে রাখি না বানাতে পারলেও বেশ কিছু রাখি তিনি বানাচ্ছেন যত্ন করে।
advertisement
advertisement
বাঁকুড়ার এই শিল্পা সূত্রধরের হাত দিয়ে বানান দশ অবতার তাসের রাখি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়েছে। তবে এই বছর তা আর হচ্ছে না।বিশেষ করে বিষ্ণুপুরের প্রশাসনিক কর্তাদের হাতে রাখি বাঁধবেন বলে শখ করে এই রাখি গুলি তিনি বানাচ্ছেন। এবং বিষ্ণুর দশ অবতার তাসকে ধরে রাখার জন্যই এই রাখিতে ব্যবহার করেছেন শিল্পা। এই রাখি বানানোর জন্য সুতির কাপড়কে তেঁতুল বীজের আঠা দিয়ে সাতটা লেয়ার দিতে হয়। তারপর সেটাকে রোদে শুকিয়ে খড়িমাটির প্রলেপ দিতে হয় । আবার সেটাকে রোদে শুকিয়ে সেটা প্লেট বা মোটা কাগজের মত তৈরি হয়। যেটা কোনও মতে ছেঁড়া যাবে না।
advertisement
এরপর সেটার উপরে কোয়েলের থেকে একটু বড় সাইজ করে গোল আকৃতিতে কাটা হয়, তারপর সেটার উপরে শ্রী বিষ্ণুর দশ অবতারের পট চিত্র বানান হয়, তারপর সেটাকে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে সাজিয়ে তোলা হয়। এভাবেই দশ অবতার তাসের রাখি বানাচ্ছেন শিল্পা সূত্রধর।
advertisement
অনিকেত বাউরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 9:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: নিজের বাড়িতে বসেই যা করছেন বাঁকুড়ার এই ধন্যি মেয়ে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও