পরীক্ষায় টুকলি করতে দিতে হবে, দাবি হবু ‘শিক্ষক’দের

Last Updated:

অদূর ভবিষ্যতে রাজ্যের কচিকাচাদের শিক্ষিত করার দায়িত্ব নেবেন যারা আজ তারাই ব্যস্ত গণটোকাটুকিতে ৷

#বীরভূম: অদূর ভবিষ্যতে রাজ্যের কচিকাচাদের শিক্ষিত করার দায়িত্ব নেবেন যারা আজ তারাই ব্যস্ত গণটোকাটুকিতে ৷ রীতিমতো পরীক্ষাকেন্দ্রে দেখে লেখার দাবি জানিয়ে সরব হলেন হবু শিক্ষকেরা ৷ এমন আজব দাবি শোনা গেল প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রার্থীদের মুখে ৷
শিক্ষক নিয়োগ নিয়ে বহু বিতর্ক রাজ্য জুড়ে ৷ শেষ প্রাথমিক শিক্ষক পরীক্ষায় আবেদনপ্রার্থীর সংখ্যা ছিল শূন্যপদের প্রায় দ্বিগুণ ৷ এমতাবস্থায় রাজ্যে শিক্ষক পদে যোগ দিতে চাকরিপ্রার্থীদের মধ্যে উৎসাহের কমতি নিয়ে, এদিকে প্রশিক্ষণের পরীক্ষায় উঠল টুকলি করার স্বাধীনতা দেওয়ার দাবি ৷
মঙ্গলবার এমনই দৃশ্য দেখা বীরভূমের রামপুরহাটে একটি বেসরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে । প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের প্রথম বর্ষের পরীক্ষায় গণটোকাটুকি করতে দিতে হবে । সেই দাবিতে পরীক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেধড়ক মারধর করলেন পরীক্ষার্থীরা । ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ায় পরীক্ষা কেন্দ্রে ।
advertisement
advertisement
ঘটনার পর রামপুরহাট থানার পুলিশ এবং রামপুরহাট বিডিও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে । পাশাপাশি, আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিডিও ।
এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণ ছাড়া আর টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় বসার অনুমতি পাবে না কেউ ৷ তাতে আরও বেড়েছে প্রশিক্ষণের চাহিদা ৷ আগে অবশ্য প্রশিক্ষণ ছাড়াই বসা যেত টেট পরীক্ষায় ৷ টেট পরীক্ষা দিতে হলে উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ পেতে হবে ও প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরীক্ষায় টুকলি করতে দিতে হবে, দাবি হবু ‘শিক্ষক’দের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement