World Cup 2023: নিজের হাতে বানালেন বিশ্বকাপের ট্রফি! কোহলি-রোহিত নয়, এই ক্রিকেটারকে উপহার দিতে চান রানাঘাটের মিস্ত্রি

Last Updated:

হুবহু বিশ্বকাপের ট্রফি! বানালেন রানাঘাট গোপালনগরের বাসিন্দা আনন্দ মালাকার। পেশায় তিনি একজন ঝালাই মিস্ত্রি।

+
কোহলি-রোহিত

কোহলি-রোহিত নয়, এই ক্রিকেটারকে ‘বিশ্বকাপের ট্রফি’ দিতে চান রানাঘাটের মিস্ত্রি

রানাঘাট: হুবহু বিশ্বকাপের ট্রফি! বানালেন রানাঘাট গোপালনগরের বাসিন্দা আনন্দ মালাকার। পেশায় তিনি একজন ঝালাইমিস্ত্রি। তার ইচ্ছে এই বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ভারতীয় ক্রিকেট দলের বোলার মহম্মদ শামিকে। রানাঘাট গোপালনগরে আনন্দ মালাকারায় রয়েছে একটি কারখানা। ১৯৮৫ সাল থেকে তিনি করে আসছেন সিট মেটালের ঝালাইয়ের কাজ।
তবে ২০০৩ সালের বিশ্বকাপ থেকে তার নতুন এক শখ জেগে ওঠে। প্রত্যেক বিশ্বকাপের ট্রফির হুবহু নকল একটি ট্রফি তিনি বানিয়ে থাকেন। আর সেই ট্রফি কিনতেই হিড়িক লেগে যায় স্থানীয় ক্লাব থেকে শুরু করে ক্রিকেটপ্রেমী মানুষদের।
advertisement
advertisement
ভারত বিশ্বকাপ জিতুক কিংবা না জিতুক প্রত্যেক বছরেই তিনি এই ট্রফি বানিয়ে চলেছেন সেই ২০০৩ সাল থেকে। এবারেও তার নড়চড় হয়নি, ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এবং আনুগত্য থেকে এ বছর ২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালে ট্রফি বানিয়ে তাক লাগিয়েছেন আবারও তিনি। সমগ্র ট্রফি টাই বানিয়েছেন তিনি অ্যালুমিনিয়াম দিয়ে। ট্রফিটি বানাতে তার সময় লেগেছে দুই থেকে আড়াই দিনের মত। তিনি চান কোনভাবে এবছর বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় মহম্মদ শামিকে তার বানানো এই ট্রফিটি উপহার স্বরূপ দিতে।
advertisement
তবে তিনি এও জানান প্রতিবার বিশ্বকাপের সময় তার বানানো ট্রফি কিনতে হিড়িক লেগে যায় মানুষের। তবে এ বছর চিত্রটা অনেকটাই অন্যরকম। এখনও পর্যন্ত তেমন কেউ আসেননি তার ট্রফিটি কেনার জন্য। ট্রফিটি দাম পড়বে প্রায় হাজার টাকার কাছাকাছি। তিনি চান কেউ আসুক বা না আসুক তার বানানো এই ট্রফি যাতে পৌঁছে যায় ভারতে ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় মহম্মদ শামির কাছে।
advertisement
উল্লেখ্য এ বছরে বিশ্বকাপে একের পর এক জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। ক্যাপ্টেন রোহিত শর্মা হোক কিংবা বিরাট কোহলি একের পর বল বাউন্ডারির বাইরে মেরে তারা জিতিয়েছেন ভারতীয় দলকে। শুধু ব্যাটসম্যানরাই নয় বোলারদের ভূমিকাও অনস্বীকার্য। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় মহম্মদ শামি নিজের বোলিং এর দক্ষতায় গড়েছেন একের পর এক বিশ্ব রেকর্ড। আর সেই কারণেই তাকে ঘিরে বর্তমানে উন্মাদনা গোটা দেশজুড়ে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
World Cup 2023: নিজের হাতে বানালেন বিশ্বকাপের ট্রফি! কোহলি-রোহিত নয়, এই ক্রিকেটারকে উপহার দিতে চান রানাঘাটের মিস্ত্রি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement