World Blood Donor Day: আসামির বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন চার ওয়ার্ডার

Last Updated:

World Blood Donor Day: হঠাৎ খবর আসে সাজাপ্রাপ্ত আসামি সুকুমার সোরেনের বাবা লাখু সোরেন একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। দুশ্চিন্তায় মাথায় হাত পড়ে যায় জেলের ভিতরে বন্দি থাকা সুকুমারের

+
চার

চার ওয়ার্ডার

বাঁকুড়া: জেলা সংশোধনাগারে সাজাপ্রাপ্ত এক আসামির বাবার জীবন বাঁচালেন চার জেল ওয়ার্ডার। চরম বিপদে এগিয়ে এলেন তাঁরা। যদিও এই ওয়ার্ডাররাই জানিয়েছেন, সংশোধনাগারে যারা থাকেন তাঁদেরকে আসামির চোখে দেখেন না। নিজেদের পরিবার বলেই মনে করেন কারারক্ষী থেকে শুরু করে ওয়ার্ডার এবং জেলাররা।
বাঁকুড়া জেলার সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, হঠাৎ খবর আসে সাজাপ্রাপ্ত আসামি সুকুমার সোরেনের বাবা লাখু সোরেন একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। দুশ্চিন্তায় মাথায় হাত পড়ে যায় জেলের ভিতরে বন্দি থাকা সুকুমারের। বাবার চিকিৎসা হবে কীভাবে, কে দেখবে এইসব চিন্তা পেড়ে ফেলে তাঁকে। যদিও জেলবন্দি আসামির বাবা লাখু সোরেনের জীবন বাঁচাতে এক মুহূর্ত চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়েন বাঁকুড়া সংশোধনাগারের চার ওয়ার্ডার অভিজিৎ মিশ্র, সৌমেন মণ্ডল, সন্দ্বীপ নন্দী এবং প্রশান্ত ঘোষ। চার ইউনিট রক্ত দেন তাঁরা।
advertisement
advertisement
বিশ্ব রক্তদাতা দিবসে এর চেয়ে বড় লাল সংগ্রামের উদাহরণ কিই বা হতে পারে। বাঁকুড়া জেলা সংশোধনাগারের কন্ট্রোলার ধ্রুবজিত চৌধুরী বলেন, আসামি নয়, ওরা আমাদের পরিবার। তাই ওঁদের দুঃখে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ওই চার ওয়ার্ডার সটান হাজির হয়ে যান বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। সই করে, নাম লিখিয়ে এবং ওজন করিয়ে সবরকম নিয়ম মেনে তাঁরা রক্তদান করেন। আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন জেলবন্দি সুকুমার সোরেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
World Blood Donor Day: আসামির বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন চার ওয়ার্ডার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement