World Bicycle Day: মাত্র ১০ টাকায় ব্যাটারি ফুল চার্জ, চলবে ৬০ কিমি, লাখ লাখ টাকা নয়, নামমাত্র খরচে সাইকেল বানিয়ে তাক লাগালেন দীপঙ্কর

Last Updated:

World Bicycle Day: ভরতপুর থানার অন্তর্গত বিনোদিয়া গ্রামের এক ইস্পাত মিস্ত্রি মাত্র আঠারো হাজার টাকা ব্যয়ে একটি ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

+
সাইকেল

সাইকেল তৈরি করছেন দীপঙ্কর হাজরা 

মুর্শিদাবাদ: আজ ৩রা জুন বিশ্ব সাইকেল দিবস। বিভিন্ন দিবসের মতো সাইকেলও একটা দিবস। সাইকেল হল এমন একটি বাহন যার সঙ্গে প্রতিটি ভারতীয় পরিচিত। সাইকেল কেবল স্বল্প মুল্যে পরিবহনের সুবিধাই দেয়না, সঙ্গে সতেজ রাখে আমাদের শরীর ও মন। তাই আজ সাইকেল জিম ও ব্যায়ামের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, সারা পৃথিবী জুড়ে।সাইকেলিং হল আমন একটি ব্যায়াম যাতে শরীরে রক্ত চলাচল বাড়ে, ফুসফুস অনেক বেশি অক্সিজেন রক্তে মিশিয়ে দেয়। ফলে জয়েন্ট পেইন, বাত, ওবেসিটি সহ অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই।
মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত বিনোদিয়া গ্রামের এক ইস্পাত মিস্ত্রি মাত্র আঠারো হাজার টাকার ব্যয়ে একটি ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। দীপঙ্কর হাজরা নামের ওই যুবক এক মাসের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে নিজস্ব প্রচেষ্টায় এই সাইকেল বানিয়েছেন ষ্টিল দিয়ে।
advertisement
advertisement
বর্তমানে পেট্রোপণ্যের অত্যাধিক মূল্যবৃদ্ধির কারণে, ব্যাটারিচালিত এই সাইকেল অত্যন্ত কম খরচেই চলবে। ব্যাটারি চালিত এই সাইকেল বানানোর পর গ্রামবাসীদের প্রশংসা কুড়িয়েছে দীপঙ্কর। আগামীতে আরও ভাল সাইকেল বানানোর পরিকল্পনা রয়েছে দীপঙ্করের তবে সরকারি সাহায্য পেলে আরও ভাল সাইকেল বানাতে পারবে বলে আশা দীপঙ্কর হাজরার।
advertisement
সাইকেল দিবসে দিনে এই ব্যাটারি দু’চাকার সাইকেল নজির সৃষ্টি করেছে ভরতপুরে। একদা এই ইস্পাত শিল্পী কর্মকান্ডে খুশি পরিবারের সদস্যরা। স্টিলের জিনিস ব্যবহার করে এই সাইকেল তৈরি করা হয়েছে। পাশাপাশি লিথিয়াম ব্যাটারি ২৪ ভোল্ট ১২৪ পাওয়ারের একটি মোটর লাগানো হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করে নিজের বাড়িতে গ্রীলের দোকান সামলাতে দেখা যায় তাকে। তবে একবার ব্যাটারি ফুল চার্জ দিতে খরচ পড়বে ১০ টাকা, যা চলবে ৬০ কিলো মিটার পর্যন্ত। আর ঘন্টায় এর স্পীড থাকবে ৪০-৪৫ কিলোমিটার পর্যন্ত।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
World Bicycle Day: মাত্র ১০ টাকায় ব্যাটারি ফুল চার্জ, চলবে ৬০ কিমি, লাখ লাখ টাকা নয়, নামমাত্র খরচে সাইকেল বানিয়ে তাক লাগালেন দীপঙ্কর
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement