Students Workshop: গ্রামের পড়ুয়াদের নিয়ে রোবট সায়েন্সের কর্মশালা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Students Workshop: গ্রামের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথাগত শিক্ষা ছাড়া প্রযুক্তি নিয়ে পড়াশোনায় আগ্রহ খুব একটা দেখা যায় না। সেই সকল ছাত্র-ছাত্রীদের বেশি করে ইঞ্জিনিয়ারিং সহ প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী এবং বিজ্ঞানমুখী করতে এই কর্মশালার আয়োজন করা হয়
উত্তর ২৪ পরগনা: রোবট, প্রযুক্তি বিষয়ে আগ্রহী করতে গ্রামের স্কুলের পড়ুয়াদের নিয়ে প্রদর্শনী। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়। কর্মমুখী শিক্ষাও বর্তমানে জরুরি বলে মত শিক্ষক মহলের। বইয়ের পাতায় যেটা পড়ছে পড়ুয়ারা সেটা হাতে কলমে শেখাও প্রয়োজন। বিজ্ঞানকে খেলার ছলে গ্রামের স্কুলের পড়ুয়াদের কাছে আরও বেশি জনপ্রিয় ও আগ্রহী করে তোলার জন্য, বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ ও চিন্তাভাবনার প্রসার ঘটাতে এবার নেওয়া হল অভিনব উদ্যোগ।
বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া হাইস্কুলে বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হল রোবট, এরোপ্লেন, এআই-এর ব্যবহার সহ প্রযুক্তি নিয়ে কর্মশালা। মূলত গ্রামের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথাগত শিক্ষা ছাড়া প্রযুক্তি নিয়ে পড়াশোনায় আগ্রহ খুব একটা দেখা যায় না। সেই সকল ছাত্র-ছাত্রীদের বেশি করে ইঞ্জিনিয়ারিং সহ প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী এবং বিজ্ঞানমুখী করতে এই কর্মশালার আয়োজন করা হয়।
advertisement
advertisement
বাচ্চাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে, এই রোবট কাজ করে কীভাবে? শিশু মনে এই প্রশ্নের উত্তর জোগাতেই একাধিক রোবট, প্রোগ্রামিং, মডিউলার সহ বিভিন্ন গ্যাজেটের ব্যবহার দেখা যায়। শুধু রোবট নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রিডি প্রিন্টিং, কোডিং-সহ বিভিন্ন প্রযুক্তিবিদ্যার সঙ্গে সরল সহজভাবে শিশু মনের আলাপ ঘটিয়ে দেওয়াই ছিল এই কর্মশাল মূল উদ্দেশ্য। এই সবকিছু চোখের সামনে হাতে-কলমে দেখে প্রযুক্তি নিয়ে বেশ অনেকটাই উৎসাহিত হয়েছে পড়ুয়ারাও।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2024 10:26 PM IST