Baruipur Hospital: সচেতন করতে হাসপাতালে আইনের ধারা উল্লেখ করে বোর্ড, কেন জানুন....

Last Updated:

Baruipur Hospital: অশান্তি করলেই শাস্তি, আইনের ধারা লিখে বোর্ড ঝোলাল বারুইপুর মহকুমা হাসপাতাল

আইনের ধারা লিখেই বোর্ড ঝোলালো হলো হাসপাতালে 
আইনের ধারা লিখেই বোর্ড ঝোলালো হলো হাসপাতালে 
দক্ষিণ ২৪ পরগনা : কোন ধারায় কী শাস্তি হতে পারে! হাসপাতালে গন্ডোগোল হলে কি করা উচিত, তা জানাতে আইনের ধারা উল্লেখ করে বোর্ড লাগিয়ে দেওয়ার কাজ শুরু হল বারুইপুর মহকুমা হাসপাতালে। এতে হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজন তা দেখে নিজেরাই সচেতন হবে বলেই মনে করছেন হাসপাতাল কতৃপক্ষ।
হাসপাতালের মেল ওয়ার্ড থেকে ফিমেল ওয়ার্ড এমনকী এমারজেন্সি বিভাগে বোর্ড বসানো হয়েছে। তাতে একেবারে উল্লেখ করা হয়েছে হাসপাতালের কাজে বাধাদান করলে ৩৫৩ ধারায় দুই বছর কারাদণ্ড হবে। চিকিৎসক, নার্স সহ কর্মীদের ভয় দেখালে ৫০৬ ধারায় ৩ থেকে ৭ বছর কারাদণ্ড হবে। অকারনে হাসপাতালে ভিড় করলে ১৪১ ও ১৪৩ ধারায় ৬ মাস কারাদণ্ড হবে। চিকিৎসক, নার্স সহ অন্য কর্মীদের আঘাত করলে ৩৩২ ও ৩৩৩ ধারায় ৩ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
advertisement
advertisement
প্রসঙ্গত, হাসপাতালে পরপর চিকিৎসকদের নানা হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও পুলিস তৎপর হয়ে অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তদের গ্রেফতার করেছিল। এদিকে, মঙ্গলবার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে চাকরি খেয়ে নেবো বলে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী মুনমুন মোল্লাকে বুধবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক তাকে জামিন দিয়ে দেন।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baruipur Hospital: সচেতন করতে হাসপাতালে আইনের ধারা উল্লেখ করে বোর্ড, কেন জানুন....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement