RG Kar Case: এক ফোন কলেই সুরক্ষা মিলবে মহিলাদের, আরজি কর কাণ্ডের পর এলাকার যুবকদের উদ্যোগ

Last Updated:

RG Kar Case: ময়ূরেশ্বর এলাকার বিভিন্ন যুবকেরা একত্রিতভাবে একটি কর্মসূচি গ্রহণ করেছেন। যেখানে ময়ূরেশ্বর এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে চারজন থেকে পাঁচজন করে যুবক নিযুক্ত থাকবেন।

+
মিছিল

মিছিল

বীরভূম: আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার চলছে বিক্ষোভ এবং মিছিল। আসল দোষীদের শাস্তির দাবিতে রাত দখলের লড়াইয়ের জন্য পথে নেমেছেন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মহিলারা। রাতের বেলায় মহিলাদের সুরক্ষা দিতে হবে এই দাবি নিয়ে কখনও মশাল মিছিল, কখনও আবার মৌন মিছিল, আবার কেউ কেউ মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন। আর নারীদের সুরক্ষার দাবিতে এবার পথে নেমেছেন পুরুষেরাও। এবার থেকে একটা কল করলেই মিলবে নারীদের সুরক্ষা। তবে কীভাবে মিলবে এই সুরক্ষা?
গত ৯ আগস্ট আরজিকর মেডিক্যাল কলেজে নির্মম ও নৃশংসভাবে এক ডাক্তারি ছাত্রীর নিহত ও ধর্ষণ হওয়ার ঘটনার জেরে ময়ূরেশ্বরে গর্জে উঠল এলাকার মানুষ। এক বিশেষ বার্তা দেয় ময়ূরেশ্বরের সমাজ সচেতন মানুষজন। এই বিষয়ে ময়ূরেশ্বরের কৃষ্ণ রুজ জানান, নারীদের সুরক্ষার্থে এক বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে ময়ূরেশ্বর এলাকাজুড়ে। এবার থেকে তাঁদের এলাকায় কোনও মহিলা যদি কোনও সমস্যায় পড়েন তাহলে ‘ভয় নেই’ সদস্যদেরকে একটি কল করলে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছে যাবেন সেই সংস্থার সদস্যরা।
advertisement
কী এই ‘ভয় নেই’ কর্মসূচি? এই বিষয় তিনি জানান, ময়ূরেশ্বর এলাকার বিভিন্ন যুবকেরা একত্রিতভাবে একটি কর্মসূচি গ্রহণ করেছেন। যেখানে ময়ূরেশ্বর এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে চারজন থেকে পাঁচজন করে যুবক নিযুক্ত থাকবেন। সেই পাঁচজন যুবকের মোবাইল নম্বর পৌঁছে দেওয়া হবে সেই গ্রামের বিভিন্ন মহিলার কাছে। মহিলারা নিজের এলাকায় যে কোনও কাজ করতে গিয়ে বা পড়াশোনা করতে গিয়ে কোনও বিপদের সম্মুখীন হলেই তাঁদের ফোন করতে পারবেন। ফোন করার ৩০ মিনিটের মধ্যে পাঁচ জন সদস্যের মধ্যে যে কোনও একজন পৌঁছে যাবেন ঘটনাস্থলে। সেইখানে মহিলাদের নিরাপত্তা দিয়ে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দেবেন যুবকেরা।
advertisement
advertisement
তাঁদের এই কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ। সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, আরজি কর কাণ্ডে যেভাবে একজন ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে, সেই ঘটনার পর তাঁরা নিজেদের এলাকাতেও সুরক্ষিত বোধ করছিলেন না। রাত ৮টার পর এলাকার মহিলারা বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছিলেন।তবে এলাকার যুবকদের এই কর্মসূচিতে তাঁরা অনেকটাই নিরাপদ বোধ করছেন।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Case: এক ফোন কলেই সুরক্ষা মিলবে মহিলাদের, আরজি কর কাণ্ডের পর এলাকার যুবকদের উদ্যোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement