Women Toto Driver: স্বামীকে বাধনে রাখতে পারেননি, তবে পেট চালাতে ‘ভুল’ পথে হাঁটননি, রুক্ষ রাস্তায় শক্ত হাতে চালান টোটো

Last Updated:

Women Toto Driver: সোনার গয়না বন্ধক দিয়ে নিয়েছেন লোন, রাস্তায় টোটো চালিয়ে রোজ জোগাড় করেন নিজের পেটের ভাত

+
ডোমকলে

ডোমকলে টোটো চালিয়ে যাচ্ছেন সাখিনা। 

ডোমকল: বাকি পাঁচটা মহিলার মতই, ঘরের কাজ সামলানো থেকে শুরু করে অন্যান্য সব কাজই করে থাকেন সাকিনা। ঝড় জল উপেক্ষা করে টোটো বোঝাই করে এদিক ওদিক পৌঁছে দেন প্যাসেঞ্জারদের। গরিবের সংসার। নুন আনতে পান্তা ফুরোয়। মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভগীরথপুর এলাকার মেয়ে সাকিনা। দু-চোখে অনেক স্বপ্ন ছিল স্বামী সন্তান নিয়ে সংসার করবে, হায়! নিয়তির এমন খেলা—স্বামী তো হল; কিন্তু স্বামীকে আর বাঁধনে বেঁধে রাখতে পারল না সাকিনা। স্বামীর ঘর থেকে চলে এসে নিজেই এখন টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন সাকিনা।
বাবার দুয়ারে এসে পড়ে আশ্রয় নিয়েছেন আগেই সাকিনা। তিরস্কারের মধ্যে দিয়ে দিন যাপন চলে সাকিনার। একদিন বাবা-মাও ছেড়ে চলে যায়। তারপর থেকেই নিজের দিদি আর মেয়ে-জামাইকে নিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছিল সাকিনার। রোজগার বলতে সাকিনাই তাঁদের পরিবারের একমাত্র অবলম্বন।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে সাকিনার পাশে দাঁড়ানোর কেউ ছিল না। বুক ভরা যন্ত্রণা আর  দু-চোখে অশ্রু নিয়ে গ্রহণ করে ঋণ। সেই সঙ্গে সোনার গয়না বন্ধক দিয়ে একটা টোটো ক্রয় করেছিলেন সাখিনা। পরে নতুন করে শুরু করে দিনযাপন। একদিকে মাথায় ঋণের বোঝা আর অন্যদিকে সংসারের হাল। এই নিয়ে কষ্টে কাটছে সাখিনার জীবন।
advertisement
সৎপথে রোজগারের জন্য ৩৫ বছর বয়সী সাখিনার টোটোর হ্যান্ডেলে হাত আর তাতেই কুর্নিশ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী থেকে বিশিষ্ট জনেরা। সাখিনার হয়ে অনেকেই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। তবে টোটো চালিয়ে নিজেই স্বর্নিভর হয়ে সংসারের হাল ধরেছেন। যা অর্থ উপার্জন করেন তা দিয়েই চলে তাদের সংসার।
Kaushik Adhikary
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Women Toto Driver: স্বামীকে বাধনে রাখতে পারেননি, তবে পেট চালাতে ‘ভুল’ পথে হাঁটননি, রুক্ষ রাস্তায় শক্ত হাতে চালান টোটো
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement