এলাকায় খোলা হবে মদের দোকান, আন্দোলন শুরু করে দিলেন মহিলারা!
- Published by:Suman Majumder
- hyperlocal
Last Updated:
মদের দোকান খুললে এলাকায় বাড়বে অশান্তি, আর সেই আশঙ্কায় মগরাহাটে আন্দোলন শুরু করলেন মহিলারা।
মগরাহাট: মদের দোকান খুললে এলাকায় বাড়বে অশান্তি, আর সেই আশঙ্কায় মগরাহাটে আন্দোলন শুরু করলেন মহিলারা। এই আন্দোলনে শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। বিক্ষুব্ধ মহিলারা রাস্তা অবরোধও করেন বলে খবর।
এর আগে দেখা গিয়েছে বিভিন্ন এলাকায় মদ খেয়ে নিত্যদিন স্ত্রীদের উপর স্বামীরা অত্যাচার চালায়। প্রতিবাদে বিক্ষোভ দেখা যায় বিভিন্ন জায়গায়। তবে এবার নতুন মদ দোকান খোলার প্রতিবাদে মহিলারা বিক্ষোভ দেখাল মগরাহাটের মোহনপুর গ্রামের চকেশ্বরী গ্রামে।
আরও পড়ুন- সন্তানের জন্ম তাঁর গর্ভ থেকে হয়নি, তাই বলে এমন নারকীয় কাণ্ড ঘটালেন সৎ মা!
ওই গ্রামের মহিলারা মদ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয় চকেশ্বরী প্রস্তুতি নাগরিক কমিটি। চকেশ্বরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়ে মাগুরপুকুর পর্যন্ত মিছিল যায়।
advertisement
advertisement
শতাধিক মহিলার এই বিক্ষোভে মিছিলে পা মিলিয়েছিলেন শনিবার। এই বিক্ষোভ মিছিল থেকে দাবি ওঠে বেআইনি ভাবে যেখানে সেখানে মদ দোকান গজিয়ে উঠছে। সেগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে। নাহলে বিঘ্নিত হবে নারী নিরাপত্তা।
শুধু তাই নয়, নারী নির্যাতন, পারিবারিক হিংসা, খুন- ধর্ষণের ঘটনা আরো বাড়ছে বলে মনে করছেন তারা। আর সেজন্য তারা এই প্রতিবাদ মিছিল করেন। এরপর তারা পথ অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।
advertisement
আরও পড়ুন- দ্বিতীয় শ্রেণির খুদে পুড়ুয়াকে স্কুল শিক্ষকের বেধড়ক মারধর, ভর্তি হাসপাতালে
আন্দোলনকারীরা তাদের দাবিদাওয়া মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে বলে খবর।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 7:50 PM IST