West Bardhaman News: মহিলাদের উদ্যোগে ইচ্ছাপূরণ, প্রথমবার দেবী দুর্গা আসছেন গ্রামে
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Nayan Ghosh
Last Updated:
এলাকাবাসীকে অন্য মন্ডপে গিয়ে পুজো দিতে হত। অঞ্জলি দিতে হত। তাতে পুজো দেওয়া হত ঠিকই, কিন্তু মন ভরত না।
পানাগড়, পশ্চিম বর্ধমান : বিগ বাজেটের পুজোগুলির তুলনায় এখানে সেই অর্থে থাকবে না কিছুই। না থাকবে থিমের বিশাল চমক। থাকবে না চোখ ধাঁধানো আলোকসজ্জা। কিন্তু বহু বছরের প্রচেষ্টার ফল এই পুজো।
ইচ্ছাটা বহু বছর ধরে এলাকাবাসীর মনের মধ্যে সুপ্ত ছিল। চলছিল প্রয়াস। অবশেষে এগিয়ে এসেছেন এলাকার মহিলারা। তার ফলে প্রথমবার দুর্গা পুজো হতে চলেছে পানাগড়ের সারদাপল্লীতে।
advertisement
বিগত প্রায় চার দশকে সারদাপল্লীতে জনসংখ্যা বেড়েছে অনেকটা। দুর্গাপুজোর সময় এলাকাবাসীকে অন্য মণ্ডপে গিয়ে পুজো দিতে হত। অঞ্জলি দিতে হত। তাতে পুজো দেওয়া হত ঠিকই, কিন্তু মন ভরত না।
advertisement
তাই অনেকদিন ধরেই সারদাপল্লীতে নিজেদের দুর্গাপুজো করার কথা ভাবছিলেন এলাকাবাসী। কিন্তু তা সম্ভব হচ্ছিল না। তবে চলতি বছরে দুর্গাপুজো করার ব্যাপারে এগিয়ে আসেন মহিলারা। তারপরই প্রথমবারের জন্য সারদাপল্লীতে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে।
advertisement
পুজোর উদ্যোক্তা মহিলা এবং স্থানীয়রা বলছেন, এই পুজোয় বিশাল চাকচিক্য থাকবে না। বিশাল বড় আকারের মণ্ডপে হচ্ছে না চলতি বছরে। তবে সারদা পল্লীর পুজো ভক্তিভরে পুজো দেওয়ার ব্যবস্থা থাকবে।
সকলে যাতে সুষ্ঠুভাবে অঞ্জলি দিতে পারেন, সেই ব্যবস্থা থাকবে। শুধু এলাকাবাসী নন, আশপাশে এলাকার মানুষজনকে এই পুজোয় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন তাঁরা।
advertisement
উল্লেখ্য, হাতে মাত্র সপ্তাহ দুয়েক থাকলেও খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা করেছেন তারা। মাত্র দিন ১৫ আগে আলোচনার মাধ্যমে এই পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন সকলে।
চলতি বছরের ছোট আকারে মণ্ডপ তৈরি হচ্ছে। সেখানেই দেবী মহামায়ার আরাধনা হবে। যদিও উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, আগামী দিনে এই পুজো ধারে ভারে আরও বড় হবে।
advertisement
কিন্তু সেখানে চাকচিক্য এলেও যাতে ভক্তিভরে পুজো দেওয়া এবং অঞ্জলি দেওয়ার সুব্যবস্থা বজায় থাকে,সেদিকে নজর রাখবেন উদ্যোক্তারা।
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2024 4:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: মহিলাদের উদ্যোগে ইচ্ছাপূরণ, প্রথমবার দেবী দুর্গা আসছেন গ্রামে