Murshidabad News: আরবে আলাপ, প্রেম, বিয়ে, দিব্যি কাটছিল সংসার...হঠাত্ এ কী হল! কেন আটক করল পুলিশ? জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Murshidabad News: পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে।
নবগ্রাম, তন্ময় মণ্ডল: প্রেমের টানে বাংলাদেশ থেকে নবগ্রামে এসে বসবাস। ছিল না বৈধ কাগজপত্র। আর হল না শেষ রক্ষা। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশ এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে। নবগ্রাম থানার পুলিশ বিশেষ ডিউটির সময় পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে যে, একজন বাংলাদেশি মহিলা গত কয়েক মাস ধরে নবগ্রাম থানার অন্তর্গত ইক্রোল গ্রামে বসবাস করছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গিয়েছে, আটক মহিলার নাম আরজিনা খাতুন, তার বাবা আজগর আলী, বাড়ি বাংলাদেশে রংপুর জেলার পিরগঞ্জ থানার রসুলপুর ডাকঘরের ব্যারাখাই গ্রামে। পুলিশ সূত্রে খবর, প্রায় চার মাস ধরে আরজিনা খাতুন ইক্রোল গ্রামের সুরজ শেখের বাড়িতে স্বামী-স্ত্রীর মতো বসবাস করছেন।
আরও পড়ুন: আপনি ‘বাঁচবেন ১০০ বছর’! দীর্ঘায়ুর চিহ্ন রয়েছে শরীরেই, এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন আয়ু অনেক বেশি
advertisement
advertisement
জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই বছর আগে সৌদি আরবে কাজের সূত্রে আরজিনা ও সুরজের পরিচয় হয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। দেড় বছর আগে বাংলাদেশে বিয়ে করার পর মেয়েটি প্রায় এক বছর নিজের বাড়িতে ছিলেন। পরে সুরজ শেখ দালালের সাহায্যে চলতি বছরের মে মাসে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে আরজিনাকে ভারতে নিয়ে আসে।
advertisement
এরপর থেকে তারা ইক্রোল গ্রামে বসবাস শুরু করেন। প্রায় এক মাস আগে আরজিনার স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে বহরমপুরে নিয়ে আসা হলেও, খরচের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। এরপর থেকে স্বামী ও তার পরিবারের হাতে আরজিনা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ।
advertisement
তবুও আরজিনা খাতুন জানিয়েছেন, তিনি স্বামীর সঙ্গেই ভারতে থাকতে চান, বাংলাদেশে ফিরতে চান না। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। অন্যদিকে মহিলার কোনও বৈধ কাগজপত্র না থাকার কারণেই পুলিশ গ্রেফতার করে তাকে আদালতে হাজির হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 4:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: আরবে আলাপ, প্রেম, বিয়ে, দিব্যি কাটছিল সংসার...হঠাত্ এ কী হল! কেন আটক করল পুলিশ? জানলে অবাক হবেন

