West Bengal News: রেললাইনের ধারে পড়ে যুবতীর দেহ! স্থানীয়রা যা বলছেন, আঁতকে ওঠার মতো ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: পুরো ঘটনার তদন্ত করছে রেল পুলিশ ও বহরমপুর থানার পুলিশ।
#বহরমপুর: এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। বহরমপুর স্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। ট্রেনে কাটা মৃত্যু পড়েছে বলে প্রাথমিক ধারণা রেল পুলিশের। তবে সাধারণ মানুষের অভিযোগ, ধর্ষণ করে কেউ খুন করে রেল লাইনের ধারে ফেলে যেতে পারে। পুরো ঘটনার তদন্ত করছে রেল পুলিশ ও বহরমপুর থানার পুলিশ।
এদিকে, গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বীরভূমের রামপুরহাট থানার ঝনঝনিয়া বাইপাস রাস্তায়। ধৃতদের নাম মনিরুল সেখ ওরফে মনির এবং মোশারফ সেখ। এই দুই দুষ্কৃতী গতকাল রাতে রামপুরহাটের ঝনঝনিয়া বাইপাস রাস্তায় বাইসাইকেলে চড়ে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল।
advertisement
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দুষ্কৃতকারীকে আটক করে জেরা করে। তাদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় পুলিশ তাদের কাছে তল্লাশি চালায়। সেই সময় ধৃতদের কাছ থেকে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে ওই দুই দুষ্কৃতী সেখানে ঘোরাফেরা করছিল। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2022 12:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: রেললাইনের ধারে পড়ে যুবতীর দেহ! স্থানীয়রা যা বলছেন, আঁতকে ওঠার মতো ঘটনা