#HappyWoman'sDay: নারী দিবসে অভিনব উদ্যোগ, পুলিশ সুপারের দায়িত্ব পেল সপ্তম শ্রেণীর ছাত্রী
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
নারী দিবসে মহিলাদেরকে উদ্বুদ্ধ করতে সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিজের আসনে বসান পুলিশ সুপার ওয়াই রঘুভানশি।
#জঙ্গিপুর: মাত্র একদিনের জন্য জঙ্গিপুর পুলিশ জেলার এসপি হলেন কুসুম খাতুন। নারী দিবসে মহিলাদেরকে উদ্বুদ্ধ করতে সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিজের আসনে বসান পুলিশ সুপার ওয়াই রঘুভানশি। পুলিশ সুপারের চেয়ারে বসে সপ্তম শ্রেণীর ছাত্রী কুসুমা বললেন, ‘বড় হয়ে আমিও পুলিশ সুপার হতে চাই। আজকে যে ঘটনা ঘটলো তাতে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি।’
নারী দিবস উপলক্ষে জঙ্গিপুর মহিলা থানার উদ্যোগে খো খো খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটি আয়রন হেমাঙ্গিনী হাই স্কুল ও অপরটি সেখালিপুর হাই স্কুল। দুটি স্কুলের ছাত্রীদের মধ্যে এই খেলায় সবচেয়ে ছোট হিসেবে সপ্তম শ্রেণীর ছাত্রী কুসুম সকলের নজর কাড়ে। তাকে আলাদাভাবে পুরস্কৃত করেন জঙ্গিপুরের পুলিশ সুপার ওয়াই রঘুভানশি । এরপরে নিজের দপ্তরে নিয়ে গিয়ে নিজের আসনে বসিয়ে ঘোষণা করেন একদিনের জন্য পুলিশ সুপার করা হলো কুসুমকে। পুলিশ সুপার বলেন, নারীদের মধ্যে উদ্দীপনা বাড়াতেই এই পদক্ষেপ আমার। নারী শক্তি এগিয়ে না গেলে কোনদিন দেশ এগোবে না। জঙ্গিপুরের এর পুরো পিতা মোজাহারুল ইসলাম বলেন, এই উদ্যোগের ফলে মহিলারা এগিয়ে যাওয়ার উৎসাহ পাবে। পুলিশ সুপারের এই উদ্যোগ অভিনব।
advertisement
Pranab Kumar Banerjee
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2020 5:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#HappyWoman'sDay: নারী দিবসে অভিনব উদ্যোগ, পুলিশ সুপারের দায়িত্ব পেল সপ্তম শ্রেণীর ছাত্রী

