West Bengal News: বাড়িতে তালা দিয়ে সন্তানকে নিয়ে বেরিয়ে গেলেন ব্যক্তি! তালা ভাঙতেই শিউরে উঠলেন সকলে

Last Updated:

Death mystery: স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে। বাড়ির তালা ভেঙে দেখেন বাড়ির ভিতরে খাটিয়া নীচে কাপড় ঢাকা অবস্থায় মহিলার মৃতদেহ পড়ে আছে।

ঘটনা সালে পুলিশ
ঘটনা সালে পুলিশ
আসানসোল, রিন্টু পাঁজা: এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া কেন্দা ফাঁড়ির অন্তর্গত হিজরগড়া গ্রাম এলাকায়। স্থানীয়রা জানায়, জামুরিয়া থানার এলাকার বাসিন্দা বৈদ্যনাথ পাত্র একটি স্থানীয় কারখানার শ্রমিক। ওই ব্যক্তি তার স্ত্রী-সহ এক সন্তানকে নিয়ে হিজলগড়া গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা দেখেন শুক্রবার এক বছরের সন্তানকে নিয়ে বৈদনাথ পাত্র নামে ওই ব্যক্তি তালা লাগিয়ে চলে যান। এরপরে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে। বাড়ির তালা ভেঙে দেখেন বাড়ির ভিতরে খাটিয়া নীচে কাপড় ঢাকা অবস্থায় মহিলার মৃতদেহ পরে আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকার মানুষ ছুটে আসেন সেখানে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
বাড়ি ভাড়াটিয়া তন্ময় বলেন, “আজ দু’ বছর আগে বৈদ্যনাথ পাত্র নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে থাকতে শুরু করে বাড়িতে। বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই সময়ে ঝগড়া অশান্তি হত। অন্যান্য মাসের মত শুক্রবার সকালে বাড়ির ভাড়ার টাকা তিনি দিয়ে সাইকেলে করে তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে যায়। পাশাপাশি লোকরা জিজ্ঞাসা করলে বলেন বউ বাপের বাড়ির গিয়েছে। এরপরে আমার সন্দেহ হওয়ায় আমি থানায় খবর দিই”। এই ঘটনা প্রসঙ্গে ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল)  ধ্রুব দাস বলেন, “ঘটনার তদন্ত চলছে, এই ঘটনায় মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে”।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বাড়িতে তালা দিয়ে সন্তানকে নিয়ে বেরিয়ে গেলেন ব্যক্তি! তালা ভাঙতেই শিউরে উঠলেন সকলে
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement