বিয়ের দেখাশোনার জেরে মহিলাকে পিটিয়ে খুন কেতুগ্রামে, নেপথ্যে আশ্চর্য কারণ
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু জনকে আটক করেছে কেতুগ্রাম থানার পুলিশ।
#বর্ধমান: বিয়ের দেখাশোনার জন্য বাড়িতে এসেছিল পাত্রপক্ষ। তার জেরেই খুন হতে হল এক মহিলাকে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নবস্থায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্যে সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ টহল চলছে। এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু জনকে আটক করেছে কেতুগ্রাম থানার পুলিশ।
মৃত মহিলার নাম রোশনাই খাঁ বিবি। তাঁর বয়স ৫৬ বছর। রবিবার রক্তাক্ত অবস্থায় তাঁকে কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোশনাইয়ের নাতনির সঙ্গে গ্রামেরই এক যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল। তবে সেই সম্পর্ক মেনে নেয়নি রোশনাই-এর পরিবার। নাতনির সম্মতি নিয়েই অন্যত্র বিয়ের জন্য যোগাযোগ করা হচ্ছিল। সেই মতো রবিবার পাত্র পক্ষ দেখাশোনার জন্য এসেছিল। তারা ফিরে যেতেই ওই যুবকের মা ও অন্যান্যরা বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়। তাদের বাঁশের আঘাতে গুরুতর জখম হন রোশনাই বিবি। বাঁশের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অচৈতন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
advertisement
মৃত মহিলার ছেলের অভিযোগ,আমার ভাইজির সঙ্গে গ্রামের এক যুবকের মাস তিনেকের সম্পর্ক ছিল। তা জানা জানির পর আমরা ওই সম্পর্ক মেনে নিতে পারিনি। ভাইজি কেও এই সম্পর্ক থেকে সরে আসতে বলি। এরপর তার সম্মতি নিয়েই অন্যত্র বিয়ের জন্য যোগাযোগ করা হচ্ছিল। সেই সূত্র ধরেই পাত্র পক্ষ আমার ভাইজিকে দেখতে এসেছিল। তার জেরেই ওই যুবকের মা ও আত্মীয় পরিজনরা এই হামলা চালায়। তারাই হামলা চালিয়েছে বলে তিনি কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। ঠিক কি ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দু জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2022 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়ের দেখাশোনার জেরে মহিলাকে পিটিয়ে খুন কেতুগ্রামে, নেপথ্যে আশ্চর্য কারণ