দিল্লি থেকে বাড়ি ফিরেও প্রতিবেশীদের বাধায় সন্তানকে নিয়ে শ্মশানেই রাত কাটালেন গৃহবধূ

Last Updated:

দিল্লি থেকে মহিলা এসেছেন শুনে করোনা আক্রান্ত সন্দেহে সেখানকার প্রতিবেশীরা তাদেরকে ঘর থেকে বের করে দেয়।

#হাওড়া: দিল্লি থেকে সন্তান নিয়ে বাপের বাড়ি ফিরেও প্রতিবেশীদের বাধায় শ্মশানে রাত কাটাল গৃহবধূ। অমানবিক দৃশ্য দেখা গেল গ্রামীণ হাওড়ায় ৷ সারা রাত সন্তানকে নিয়ে পাঁচলার সাহাপুরে শ্মশানে কাটালেন গৃহবধূ ৷ গৃহবধূর দাবি শুক্রবার হাওড়া দিল্লি এ সি এক্সপ্রেসে রাজধানী থেকে ফেরেন তিনি ৷ সেখান থেকে গাড়ি করে উলুবেড়িয়ার রাজাপুর থানার অন্তর্গত রঘুদেবপুর বাপের বাড়িতে যান । দিল্লি থেকে মহিলা এসেছেন শুনে করোনা আক্রান্ত সন্দেহে সেখানকার প্রতিবেশীরা তাদেরকে ঘর থেকে বের করে দেয়।
এরপর ওই মহিলা ছেলেকে নিয়ে পাঁচলা থানার সাহাপুর এলাকায় তাদের নিজেদের কেনা বাড়িতে থাকার জন্য আসেন। সেখানেও রাতে প্রতিবেশী মহিলারা তাদের ওপর চড়াও হয় । প্রতিবেশীরা বাড়িতে থাকতে বাধা দিলে ওই মহিলা, তার ছেলে এবং তার পরিবারের লোকজন সারারাত স্থানীয় শ্মশানে কাটান।
সকালে খবর পেয়ে পুলিশ এসে ওই মহিলা তার ছেলের স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করান, তাদের শরীরে কোনও করোনা উপস্বর্গ না থাকায় চিকিৎসকরা তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। পাঁচলা ও রাজাপুর থানার থেকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও রাজাপুর থানা সাহাপুর এলাকার বাড়িতে নিয়ে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়তে হয় ৷ তবে শেষমেশ পুলিশ প্রশাসনের সাহায্যে ঘরে ঢুকতে সক্ষম হয় পরিবারটি | মহিলার স্বামী দিল্লিতে স্বর্ণ শিল্পী হিসেবে কাজ করতেন, কয়েকবছর আগেই স্বামী মারা যাওয়ায় সেখানেই কাজ করতেন মহিলা ৷ লকডাউনের জেরে কাজ হারান মহিলা তারপরেই ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিল্লি থেকে বাড়ি ফিরেও প্রতিবেশীদের বাধায় সন্তানকে নিয়ে শ্মশানেই রাত কাটালেন গৃহবধূ
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement