নমাজের টুপি তৈরি করেই হাতখরচ যোগাড় করেন খণ্ডঘোষের টুপি গ্রামের মহিলা
Last Updated:
রমজান মাসে ব্যস্ততা তুঙ্গে টুপি গ্রামে। এখানে ঘরে ঘরে নমাজের টুপি তৈরি করেন বাড়ির মেয়ে, বউরা। বাদ নেই অশীতিপর বৃদ্ধাও।
#বর্ধমান: রমজান মাসে ব্যস্ততা তুঙ্গে টুপি গ্রামে। এখানে ঘরে ঘরে নমাজের টুপি তৈরি করেন বাড়ির মেয়ে, বউরা। বাদ নেই অশীতিপর বৃদ্ধাও।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কৈশর গ্রাম। মুখে মুখে পরিচয় টুপি গ্রাম। গ্রামের প্রায় চল্লিশটি ঘরে তৈরি হয় নমাজের টুপি। তৈরি করেন বাড়ির মহিলারা। সবাই মিলে সময়টা মন্দ কাটে না। হাতখরচটাও দিব্যি উঠে যায়।
হাতে বোনা এই টুপির কদর বিশ্বজোড়া। রিলের সুতো ক্রুষে বুনে তৈরি হয় টুপি। নানা হাত ঘুরে তা পৌঁছে যায় ফুরফুরা শরিফ থেকে মুম্বই, দিল্লি, বাংলাদেশ এমনকি আরবেও।
advertisement
advertisement
একাজে পরিশ্রম কম নয়। তবে মজুরি তেমন মেলে না। একটা টুপি বেচে চল্লিশ থেকে একশো টাকা আয় হয়। টুপির নকশা আর আকারের রকমফেরে ঠিক হয় দাম।
প্রায় ৪০ বছর ধরে টুপি তৈরি করছেন কৈশর গ্রামের মহিলারা। তাঁদের অভিযোগ, বারবার আবেদন করেও সরকারি সাহায্য মেলেনি। সেটা পাওয়া গেলে কিছুটা সুরাহা হয়। তাছাড়া, মজুরিটাও একটু বাড়ুক। চাইছেন শিল্পীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2018 6:52 PM IST