Death News: মাঠে যাওয়াই কাল হল...! আর ফেরা হল না বাড়িতে, মুহূর্তে ঝলসে গেল মহিলা, হাড়হিম কাণ্ডে শোকের ছায়া
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rahi Haldar
Last Updated:
Death News: মঙ্গলবার বিকালে হুগলিতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। মাথায় বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। তবে সে দৃশ্য একেবারে হাড়হিম করা। মাথায় বাজ পড়ার সঙ্গে সঙ্গে সারা গায়ে লেগে যায় আগুন।
হুগলি: মঙ্গলবার বিকালে হুগলিতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। মাথায় বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। তবে সে দৃশ্য একেবারে হাড়হিম করা। মাথায় বাজ পড়ার সঙ্গে সঙ্গে সারা গায়ে লেগে যায় আগুন। প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ আগুন নিভিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেও প্রাণে বাঁচানো যায়নি। মঙ্গলবার বিকেলে মাঠে ছাগল চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় এক মহিলার।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে আরামবাগের হরিণখোলা এক অঞ্চলের অরুণবেড়া এলাকায়। মৃত মহিলার নাম শেফালি সাঁতরা , বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয়রা যা বলছেন সেই অনুযায়ী, বিকাল পাঁচটা নাগাদ হঠাৎ এই কালো মেঘ করে আসে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলেও বৃষ্টিতে বজ্রপাতের কারণে জীবনের অন্তিম পরিণতি শেফালি সাঁতরার।
advertisement
advertisement
বছর ৪৫ এর ওই মহিলা প্রতিদিনের মতন মঙ্গলবারও গিয়েছিলেন বিকেলে মাঠে ছাগল চড়াতে। খোলা মাঠে তিনি ছাগল নিয়েছিলেন সেই সময় বৃষ্টি শুরু হয় বৃষ্টি থেকে বাঁচবেন বলে তিনি নিরাপদ আশ্রয় খুঁজছিলেন, সেই মুহূর্তেই তার মাথায় বাজ এসে পড়ে! তাতেই ঝলসে যায় মহিলার দেহ। তার পুরো শরীরে আগুন লেগে যায় বলে দাবি স্থানীয়দের। বজ্রপাতের কারণেই মৃত্যু হয় ওই মহিলার।
advertisement
ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে মহিলাকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 11:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death News: মাঠে যাওয়াই কাল হল...! আর ফেরা হল না বাড়িতে, মুহূর্তে ঝলসে গেল মহিলা, হাড়হিম কাণ্ডে শোকের ছায়া